সংক্ষিপ্ত

চলতি মরসুমে স্ট্রাইকার সমস্যায় ভুগছে ইস্টবেঙ্গল। ক্লেইটন সিলভাকে সাহায্য করার মতো কাউকে দেখা যাচ্ছে না। সেই কারণেই নতুন বিদেশি স্ট্রাইকারের অপেক্ষায় লাল-হলুদ সদস্য-সমর্থকরা।

হেভিয়ের সিভেরিও টোরোর পরিবর্তে ইস্টবেঙ্গলে আসছেন স্পেনের নামী স্ট্রাইকার ইয়াগো ফালকে সিলভা। ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে এখনও এ বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। তবে গড়ের মাঠে খবর, খুব তাড়াতাড়ি ভারতে চলে আসছেন লাল-হলুদের নতুন বিদেশি স্ট্রাইকার। তাঁকে হয়তো কলিঙ্গ সুপার কাপের জন্য রেজিস্ট্রেশন করানো হবে না। আইএসএল-এ খেলতে পারেন ইয়াগো। তিনি দ্রুত ভারতে চলে এলে ভুবনেশ্বরে দলে যোগ দিতে পারেন। সেখানেই অনুশীলনে তাঁকে দেখে নেবেন প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত। এই স্প্যানিশ কোচের পরিচিত ইয়াগো। সেই কারণেই কোচের সম্মতিক্রমে এই স্প্যানিশ স্ট্রাইকারকে দলে নিচ্ছে ইস্টবেঙ্গল।

ইয়াগোকে নিয়ে ময়দানে জল্পনা

ইস্টবেঙ্গলের নতুন বিদেশি স্ট্রাইকারকে নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছে। কয়েকদিন আগে শোনা গিয়েছিল, ইয়াগোর সঙ্গে এক মাসের চুক্তি করতে চাইছে ইস্টবেঙ্গল। সেই প্রস্তাবে রাজি হননি তিনি। তবে বুধবার জানা গিয়েছে, লাল-হলুদে যোগ দিতে রাজি হয়েছেন এই স্ট্রাইকার। কলিঙ্গ সুপার কাপ চলাকালীনই ভালো খবর পেতে পারেন ইস্টবেঙ্গল সমর্থকরা।

স্পেনের বিখ্যাত ফুটবলার ইয়াগো

রিয়াল মাদ্রিদের যুব দলের হয়ে খেলা শুরু করেন ইয়াগো। পরে তিনি বার্সেলোনার যুব দলে যোগ দেন। ইটালির বিখ্যাত ক্লাব জুভেন্টাসের যুব দলেও যোগ দেন এই স্ট্রাইকার। ২০১০ সালে জুভেন্টাসের সিনিয়র দলে সুযোগ পান ইয়াগো। তবে তিনি খেলার সুযোগ পাননি। পরে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারে যোগ দেন ইয়াগো। তিনি ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত ইটালির সিরি এ-র বিখ্যাত ক্লাব এ এস রোমার হয়ে খেলেন। ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত সিরি এ-র দল টোরিনোর হয়ে খেলেন ইয়াগো। তিনি গত মরসুমে কলম্বিয়ার ক্লাব আমেরিকা ডে ক্যালিতে ছিলেন। সেখান থেকেই লাল-হলুদে আসছেন এই স্ট্রাইকার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

East Bengal: ক্লেইটনের জোড়া গোল, হায়দরাবাদকে হারিয়ে সুপার কাপ শুরু ইস্টবেঙ্গলের

Franz Beckenbauer: ফুটবল দুনিয়ায় নক্ষত্রপতন, প্রয়াত ফ্রাঞ্জ বেকেনবাওয়ার

Mario Zagallo: কোচ-ফুটবলার হিসেবে ৪ বার জিতেছেন বিশ্বকাপ, প্রয়াত মারিও জাগালো