AFC Asian Cup Qualifiers: কোথায় হবে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ? জানিয়ে দিল ফেডারেশন

Published : Feb 11, 2025, 10:42 PM IST
Indian football team

সংক্ষিপ্ত

কিন্তু সেই ম্যাচটি কোথায় খেলা হবে, তা নিয়েই জল্পনা চলছিল।

আসন্ন মার্চ মাসে, এএফসি এশিয়ান কাপ যোগ্যতানির্ধারণী পর্বের ম্যাচে খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। আর প্রথম কোয়ালিফায়ারেই ব্লু-টাইগার্সদের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ (INDIA vs BANGLADESH)।

কিন্তু সেই ম্যাচটি কোথায় খেলা হবে, তা নিয়েই জল্পনা চলছিল। এবার সেই বিষয়টি স্পষ্ট করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। ম্যাচটি অনুষ্ঠিত হবে শিলং-এ।

মঙ্গলবার, এআইএফএফ-র তরফ থেকে জানানো হয়েছে যে, জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবেন গুরপ্রীতরা।

আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম ম্যাচ। জানা যাচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচে নামার আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া।

সেই খেলাটি ১৯ মার্চ শিলংয়েই হবে, প্রতিপক্ষ মালদ্বীপ। তারপর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটি রয়েছে। আর এই দুটি ম্যাচই খেলা হবে সন্ধ্যা সাতটা থেকে।

আগামী ২০২৭ সালে, সৌদি আরবের মাটিতে বসবে এএফসি এশিয়ান কাপের আসর। এই প্রতিযোগিতায় গত দুবার মূলপর্বে খেলেছিল ভারত। এবারও মূলপর্বে খেলার লক্ষ্য নিয়েই নামতে চাইছে তারা।

তবে তার আগে অবশ্য যোগ্যতা অর্জন পর্ব টপকাতে হবে দলকে। কোয়ালিফায়ার পর্বে ভারতের গ্রুপে রয়েছে বাংলাদেশ, হংকং এবং সিঙ্গাপুর।

অর্থাৎ, তুলনামূলকভাবে কম শক্তিশালী গ্রুপে রয়েছে ভারত। গ্রুপ পর্বের জয়ী দলগুলি চলে যাবে মূলপর্বে।

উল্লেখ্য, আসন্ন এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ২৪টি দলকে মোট ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?
Mohamed Salah: কোচের সঙ্গে তুমুল ঝামেলা! লিভারপুল ছাড়তে চলেছেন মহম্মদ সালাহ?