Cristiano Ronaldo: লক্ষ্য তাঁর ১০০০ গোল, 'সিআর৭'-এর সঙ্গে চুক্তি বাড়াচ্ছে আল নাসের?

এখনও তিনি গোল করে আল নাসেরকে জিতিয়ে চলেছেন। 

বয়সকে যেন তিনি একেবারে তুড়ি মেরেই উড়িয়ে দিচ্ছেন। মাত্র কয়েকদিন আগেই ৪০ বছরে পা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

এখনও তিনি গোল করে আল নাসেরকে জিতিয়ে চলেছেন। চলতি বছরেই সৌদি আরবের ক্লাবের সঙ্গে তাঁর চুক্তি শেষ হওয়ার কথা। কিন্তু সূত্রের খবর, আরও একটি বছর সৌদির ক্লাবেই খেলতে দেখা যেতে পারে ‘সিআর৭’-কে।

Latest Videos

গত ২০২২ সালের ডিসেম্বর মাসের একেবারে শেষদিকে ফুটবল বিশ্বকে চমকে দিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করেন রোনাল্ডো। তারপর একে একে আরও একাধিক তারকা ইউরোপ ছেড়ে সৌদির পথে পা বাড়ান।

তবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বা রিয়াল মাদ্রিদের মতো আল নাসেরেও গোলের ধারা সেই একই কায়দায় বজায় রেখেছেন তিনি। ৯০ ম্যাচে ৮২টি গোল হয়ে গেছে তাঁর। সেইসঙ্গে, রয়েছে ১৯টি অ্যাসিস্ট। তবে এখনও পর্যন্ত, সৌদি প্রো-লিগ কিংবা কিংস কাপ জেতা হয়নি পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।

কিন্তু রোনাল্ডো আদৌ আল নাসেরের হয়ে এরপর আর খেলবেন কিনা, তা নিয়ে অবশ্য কিছুটা প্রশ্নচিহ্ন ছিল। কারণ, ২০২৫ সালের জুন মাসে ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে তাঁর। যদিও সূত্রের খবর, উল্টে নতুন চুক্তিতে সই করতে চলেছেন রোনাল্ডো।

অর্থাৎ, আরও একটি বছর সৌদিতেই খেলবেন তিনি। তবে আনুষ্ঠানিক ঘোষণা হওয়া এখনও বাকি আছে। কিন্তু এক ক্লাব কর্তার কথায়, কয়েকদিনের মধ্যে নতুন চুক্তির কথা জানিয়ে দেওয়া হবে সবাইকে।

ইতিমধ্যেই নিজের ক্যারিয়ারের ৯২৩টি গোল হয়ে গেছে রোনাল্ডোর। আপাতত ১০০০ গোলের লক্ষ্যে এগোচ্ছেন তিনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'গন্ধা ধরম!' রেড রোডে BJP-কে দুষে একি বললেন মমতা! দেখুন | Mamata Banerjee | Eid Al Fitr 2025
ইদের দিন হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি জয়পুরে, নামাজ পড়তে আসা মুসলিমদের উপর ফুল বর্ষণ করলেন হিন্দুরা
‘মমতা নিজেই লন্ডন সফর লণ্ডভণ্ড করে এসেছেন!’ মমতাকে আক্রমণ করে কী বললেন অধীর রঞ্জন চৌধুরী
‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার লিস্টের আসল গল্প এটাই!’ মমতার মাস্টারপ্ল্যান ফাঁস করলেন দিলীপ ঘোষ
বিজেপির হিন্দু ধর্মকে 'গন্দা ধরম' আখ্যা মমতার, পাল্টা দিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী