AFC Asian Cup Qualifiers: এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার, সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে ভারতীয় ফুটবল দল (Indian Football Team)।
প্রসঙ্গত, কাফা নেশনস কাপে ব্রোঞ্জ জেতে ভারত। তারপর থেকেই ভালো ফলের আশায় বুক বাঁধতে শুরু করেন সকলে। তবে সেই প্রতিফলন সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচে পড়ল না। ছন্নছাড়া ফুটবল খেললেন লিস্টনরা (afc asian cup qualification)।
তার ফলেই, ফিফা ক্রমতালিকায় অনেকটা পিছনে থাকা সিঙ্গাপুরের বিরুদ্ধে ড্র করল ভারত। অথচ, চেষ্টা করলে হয়ত এই ম্যাচে জয় আনা সম্ভব ছিল। কিন্তু হল না। খেলার একেবারে শেষমুহূর্তে সিঙ্গাপুর রক্ষণের ভুলের সুযোগ নিয়ে গোল করে যান রহিম আলি।
এমনিতেই এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পায় ভারত। ফলে, শেষদিকের সবকটি ম্যাচই ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচে সেই আকাশছোঁয়া পারফরম্যান্স দেখাতে পারলেন না সন্দেশ ঝিঙ্গানরা। সোজা কথায় বলতে গেলে, খালিদ জামিলের ছেলেরা ভারতীয় ফুটবলপ্রেমীদের রীতিমতো আশাহত করলেন।
বরং, খেলায় অনেক বেশি দাপট দেখিয়েছে সিঙ্গাপুর। তার প্রমাণ, মাঝমাঠ থেকে আসা বলে বারংবার চাপে পড়ল ভারতীয় রক্ষণ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে, গোল করে যান সিঙ্গাপুরের ফান্দি। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর, নিঃসন্দেহে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নেয় হোম টিম।
দ্বিতীয়ার্ধের একটা বড় সময় কোনও গোল আসেনি। ছন্নছাড়া ফুটবলে যেন দিশেহারা ছিল ব্লু-টাইগার্সরা। কিন্তু ম্যাচের একেবারে শেষমুহূর্তে, গোল করে টিম ইন্ডিয়া। সিঙ্গাপুরের রক্ষণের ভুলের সুযোগ নেয় খালিদের ছেলেরা।
কার্যত, ফাঁকা গোলের সামনে বল পেয়ে যান রহিম আলি। সেখান থেকেই জীবনের প্রথম আন্তর্জাতিক গোলটি করে যান তিনি। সেই সুবাদেই, এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে ১-১ গোলে
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।