আইএফএ শিল্ড ২০২৫: অভিষেক ম্যাচেই গোল জয় গুপ্তার, বড় ব্যবধানে জয় ইস্টবেঙ্গলের

Published : Oct 08, 2025, 05:09 PM ISTUpdated : Oct 08, 2025, 05:19 PM IST
East Bengal FC

সংক্ষিপ্ত

IFA Shield 2025: বুধবার শুরু হল বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল টুর্নামেন্ট আইএফএ শিল্ড। এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সহজ জয় পেল সফলতম দল ইস্টবেঙ্গল (East Bengal FC)। ফলে লাল-হলুদ শিবির খুশি।

DID YOU KNOW ?
জয় গুপ্তার গোল
বুধবার ইস্টবেঙ্গলের হয়ে প্রথমবার প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন লেফট ব্যাক জয় গুপ্তা। তিনি অভিষেক ম্যাচেই গোল পেলেন।

East Bengal FC: কল্যাণীতে আইএফএ শিল্ডের (IFA Shield 2025) উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে জয় পেল ইস্টবেঙ্গল। বুধবার বিকেলে শ্রীনিধি ডেকান এফসি-কে (Sreenidi Deccan FC) ৪-০ উড়িয়ে দিল অস্কার ব্রুজোঁর (Óscar Bruzón) দল। লাল-হলুদ জার্সিতে অভিষেক ম্যাচেই গোল পেলেন ডিফেন্ডার জয় গুপ্তা (Jay Gupta)। এছাড়া গোল করলেন সল ক্রেসপো ((Saul Crespo Prieto), হামিদ আহাদাদ (Hamid Ahadad) ও জিকসন সিং (Jeakson Singh Thounaojam)। প্রতিপক্ষ দল শক্তিশালী না হওয়া সত্ত্বেও এই ম্যাচে বড় ব্যবধানে জয় পাওয়ায় লাল-হলুদ শিবিরের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। এদিন দল নিয়ে কিছুটা পরীক্ষা-নিরীক্ষা সেরে নিলেন অস্কার। তিনি চারজন ভারতীয় ডিফেন্ডারকে প্রথম একাদশে রাখেন। অভিজ্ঞ গোলকিপার দেবজিৎ মজুমদারকে (Debjit Majumder) খেলার সুযোগ দেওয়া হয়। অস্কারের পরীক্ষা-নিরীক্ষা সফল। দল গোল হজম না করে চার গোলে জয় পেল। ফলে পরের ম্যাচেও জয় পাওয়ার বিষয়ে আশাবাদী লাল-হলুদ শিবির।

প্রথমার্ধেই লাল-হলুদের জয় নিশ্চিত

এদিন শুরু থেকেই ইস্টবেঙ্গলের দাপট ছিল। গোল পাওয়ার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২১ মিনিটে মিগুয়েল ফিগুইরার (Miguel Figueira Damasceno) ফ্রি-কিক শ্রীনিধি ডেকানের গোলকিপার আধিল ফয়জল (Adhil Faizal) কোনওমতে সেভ করলে ফিরতি বল গোলে ঠেলে দেন জয়। এরপর ৩৮ মিনিটে বিপীন সিংয়ের (Bipin Singh Thounaojam) ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান বাড়ান ক্রেসপো। প্রথমার্ধের শেষে ২-০ এগিয়েছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ব্যবধান বাড়ে। ৪৮ মিনিটে বিপীনের ক্রসে ফ্লিক করে জালে বল জড়িয়ে দেন হামিদ। কিছুক্ষণের মধ্যেই চতুর্থ গোল হয়। ৫১ মিনিটে কর্নার কিক থেকে মাপা হেডে গোল করেন জিকসন।

সুপার কাপের প্রস্তুতি

২৫ অক্টোবর শুরু হচ্ছে সুপার কাপ (Indian Super Cup 2025)। আইএফএ শিল্ডের মাধ্যমে সুপার কাপের প্রস্তুতি সেরে নিতে চাইছে ইস্টবেঙ্গল। বুধবার সেই প্রস্তুতি ভালোভাবেই হল। গ্রুপের দ্বিতীয় ম্যাচেও সহজ প্রতিপক্ষ থাকায় ফের পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে পারেন অস্কার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৯
২৯ বার আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল।
আইএফএ শিল্ডের ইতিহাসে সফলতম দল ইস্টবেঙ্গল ২৯ বার চ্যাম্পিয়ন হয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?