অপরূপ প্রাকৃতিক পরিবেশে অনুশীলন, সুন্দর ফুটবল খেলে জয় পাবে ইস্টবেঙ্গল?
ভারতীয় ক্লাবগুলির মধ্যে সবচেয়ে বেশিবার এএফসি টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল। সেরা সাফল্য ২০১৩ সালে এএফসি কাপে সেমি-ফাইনাল খেলা। এবার অবশ্য এএফসি ক্লাব টুর্নামেন্টের ফর্ম্যাট বদলে গিয়েছে।
চোটের জন্য চলতি মরসুমে এখনও মাঠে নামেননি উইং ব্যাক নিশু কুমার, তবে তিনি অনেকটা ফিট হয়ে উঠেছেন
চলতি মরসুমের শুরু থেকেই উইং ব্যাক নিয়ে সমস্যায় রয়েছে ইস্টবেঙ্গল। নিশু কুমার ১০০ শতাংশ ফিট হয়ে উঠে মাঠে নামলে সেই সমস্যা মিটতে পারে।
ভুটানে অসাধারণ প্রাকৃতিক পরিবেশে সুন্দর ফুটবলের লক্ষ্যে নাওরেম মহেশ সিং
ইস্টবেঙ্গল দলে অন্যতম শিল্পী ফুটবলার নাওরেম মহেশ সিং। তবে চলতি মরসুমে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না মহেশ। তিনি ভুটানে ফর্ম ফিরে পাওয়ার চেষ্টা করছেন।
চলতি মরসুমে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না অভিজ্ঞ গোলকিপার দেবজিৎ মজুমদার
চলতি মরসুমে ইস্টবেঙ্গলের সিনিয়র দলের দুই গোলকিপার দেবজিৎ মজুমদার ও প্রভসুখন সিং গিল। দেবজিৎ বেশিরভাগ ম্যাচেই রিজার্ভ বেঞ্চে বসে থাকছেন। তবে তিনি প্রথম একাদশে জায়গা পাকা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
চলতি মরসুমে ইস্টবেঙ্গলের অন্যতম ভরসা ফরাসি মিডফিল্ডার মাদিহ তালাল
গত মরসুমের আইএসএল-এ অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন মাদিহ তালাল। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচে গোল করেছেন এই মিডফিল্ডার। তাঁর কাছ থেকে আরও ভালো পারফরম্যান্সের আশায় ইস্টবেঙ্গল।
কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন তরুণ গোলকিপার আদিত্য পাত্র
ইস্টবেঙ্গলের সিনিয়র দলের হয়ে এখনও খেলার সুযোগ পাননি আদিত্য পাত্র। তবে তিনি কলকাতা লিগে খেলে তৈরি হচ্ছেন।
অস্কার ব্রুজোঁর পুরনো ক্লাব বসুন্ধরা কিংসের বিরুদ্ধে জয় পাবে ইস্টবেঙ্গল?
অস্কার ব্রুজোঁ প্রধান কোচ হওয়ার পর এখনও জয় পায়নি ইস্টবেঙ্গল। এএফসি চ্যালেঞ্জ লিগে দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে লাল-হলুদ ব্রিগেড।
এখনও ইস্টবেঙ্গল রক্ষণকে ভরসা দিতে পারেননি তারকা ডিফেন্ডার আনোয়ার আলি
অনেক বিতর্ক, জটিলতার পর ইস্টবেঙ্গলের হয়ে খেলছেন জাতীয় দলের ডিফেন্ডার আনোয়ার আলি। কিন্তু তিনি প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারছেন না।