El Clasico: বিপক্ষের ঘরের মাঠে ঢুকে দাপুটে ফুটবল বার্সেলোনার, ৪-০ গোলে পরাজয় রিয়াল মাদ্রিদের

Published : Oct 27, 2024, 06:40 PM ISTUpdated : Oct 27, 2024, 09:10 PM IST

এল ক্লাসিকোতে (El Clasico) দাপট বার্সেলোনার (Barcelona)। চার গোলে জয় রিয়াল মাদ্রিদের (Real Madrid) বিরুদ্ধে।

PREV
110
জয়ের জন্যই যেন মাঠে নামা

রিয়ালকে দুরমুশ করে বড় জয়

210
বলা যেতে পারে, মাথা তুলে দাঁড়াতেই পারেনি রিয়াল মাদ্রিদ

কারণ, বার্সার আক্রমণাত্মক ফুটবলে খেই হারিয়ে ফেলে তারা।

310
রক্ষণ থেকে মাঝমাঠ কিংবা আক্রমণভাগ

সবক্ষেত্রেই টেক্কা দিল বার্সেলোনা

410
সবথেকে বড় বিষয়, রিয়ালের ঘরের মাঠে হার

কার্যত, ভরা গ্যালারির সামনে পরাজয় স্বীকার করল রিয়াল। আর উল্টোদিকে হাসিমুখে বার্সা। 

510
যদিও ম্যাচের প্রথমার্ধে অফসাইডের জন্য কিলিয়ান এমবাপের গোল বাতিল হয়ে যায়

নাহলে তখনই এগিয়ে যেতে পারত রিয়াল মাদ্রিদ। তবে প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।

610
কিন্তু দ্বিতীয়ার্ধে যেন রীতিমতো বার্সা ঝড়

ম্যাচের ৫৪ মিনিটে, রবার্ট লেভানোদোস্কির (Robert Lewandowski) গোলে খেলায় লিড নেয় বার্সেলোনা।

710
তবে সেখানেই শেষ নয়

খেলার ৫৬ মিনিটে, আবার সেই লেভানোদোস্কির পা থেকেই আসে দ্বিতীয় গোল। ম্যাচের ফলাফল তখন ২-০।

810
এরপর ৭৭ মিনিটে, ফের গোল বার্সেলোনার

এবার সেই বিস্ময় বালক লামিনে ইয়ামাল (Lamine Yamal) বার্সাকে এগিয়ে দেন ৩-০ ব্যবধানে।

910
আর রিয়ালের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন র‍্যাপিনহা (Rapinha)

খেলার ৭৭ মিনিটে, গোল করেন তিনি।

1010
ফলে, ঐতিহ্যের এল ক্লাসিকোতে পর্যদুস্ত রিয়াল মাদ্রিদ
click me!

Recommended Stories