'ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল করে খুশি, দলকে আরও ম্যাচ জেতাতে চাই,' বার্তা আনোয়ার আলির

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নয় ম্যাচ জয়হীন থাকার পর এএফসি চ্যালেঞ্জ লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। এই জয়ে দলের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। এই টুর্নামেন্টের নক-আউটের যোগ্যতা অর্জন করার ব্যাপারে আত্মবিশ্বাসী লাল-হলুদ ব্রিগেড।

Soumya Gangully | Published : Oct 30, 2024 2:18 PM IST
110
এএফসি টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের হয়ে দ্রুততম গোলের রেকর্ড দিমিত্রিওসের

মঙ্গলবার বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ম্যাচের ৩৩ সেকেন্ডে প্রথম গোল করেন দিমিত্রিওস দিয়ামান্তাকস। এএফসি টুর্নামেন্টে এটাই ইস্টবেঙ্গলের হয়ে দ্রুততম গোল। এই ম্যাচের পর দিমিত্রিওস বলেছেন, ‘গ্রুপের শেষ ম্যাচ আমাদের জন্য ফাইনাল। নক-আউটের যোগ্যতা অর্জন করার জন্য আমাদের শুক্রবারের ম্যাচ জেতা দরকার।’

210
অতীতে এএফসি কাপ সেমি-ফাইনাল খেলেছে ইস্টবেঙ্গল, এবার নক-আউটের হাতছানি

এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচে পারো এফসি-র সঙ্গে ২-২ ড্র করার পর দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ৪-০ জয় পেয়েছে ইস্টবেঙ্গল। শুক্রবার তৃতীয় ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ লেবাননের নেজমে এসসি।

310
বসুন্ধরা কিংসের বিরুদ্ধে অসাধারণ গোলের পর আরও উন্নতির লক্ষ্যে সৌভিক চক্রবর্তী

বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোল করেন সৌভিক চক্রবর্তী। এই মিডফিল্ডার বলেছেন, ‘আমার ব্যক্তিগত মাইলফলকের চেয়ে জয় বেশি গুরুত্বপূর্ণ। আমরা দল হিসেবে উন্নতি করতে চাই এবং আরও ম্যাচ জিততে চাই।’

410
ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর প্রথম গোল করে খুশি তারকা ডিফেন্ডার আনোয়ার আলি

বসুন্ধরা কিংসের বিরুদ্ধে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করেছেন আনোয়ার আলি। আরও ভালো পারফরম্যান্স দেখানোই এই তারকা ডিফেন্ডারের লক্ষ্য।

510
নিজে গোল করে ইস্টবেঙ্গলকে আরও ম্যাচ জেতাতে চান, জানিয়েছেন আনোয়ার আলি

আনোয়ার আলি বলেছেন, ‘আমি ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল করে খুশি। আমি এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। এরকম বড় টুর্নামেন্টে গোল করা গুরুত্বপূর্ণ। কারণ, আমরা দেশের প্রতিনিধিত্ব করছি। আমি দলকে আরও ম্যাচ জেতাতে চাই।’

610
এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন প্রভসুখন সিং গিল

এএফসি চ্যালেঞ্জ লিগে প্রথম দুই ম্যাচেই ভালো পারফরম্যান্স দেখিয়েছেন ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুখন সিং গিল।

710
শুক্রবার নেজমে এসসি-র বিরুদ্ধেও ভালো পারফরম্যান্সের লক্ষ্যে সৌভিক চক্রবর্তী

ইস্টবেঙ্গলের বর্তমান দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার সৌভিক চক্রবর্তী। তাঁর পারফরম্যান্সের উপর ম্যাচের ফল অনেকটা নির্ভর করে।

810
ইস্টবেঙ্গল রক্ষণকে ভরসা দিতে চান জর্ডনের জাতীয় দলের ডিফেন্ডার হিজাজি

গত মরসুমে ইস্টবেঙ্গলে যোগ দেন হিজাজি মাহের। তিনি জর্ডনের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। এবার ইস্টবেঙ্গলের হয়ে আরও ভালো পারফরম্যান্সের লক্ষ্যে হিজাজি।

910
চলতি মরসুমে ফর্ম হারিয়েছেন, ভালো পারফরম্যান্সের লক্ষ্যে সল ক্রেসপো

ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলারদের মধ্যে অন্যতম সেরা সল ক্রেসপো। ফর্মে ফেরার লক্ষ্যে এই স্প্যানিশ মিডফিল্ডার।

1010
জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল কি ক্লেইটন সিলভাকে ছেড়ে দেবে?

সম্প্রতি একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা। তাঁর পারফরম্যান্সে সদস্য-সমর্থকরা বিরক্ত।

Share this Photo Gallery
click me!

Latest Videos