'ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল করে খুশি, দলকে আরও ম্যাচ জেতাতে চাই,' বার্তা আনোয়ার আলির
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নয় ম্যাচ জয়হীন থাকার পর এএফসি চ্যালেঞ্জ লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। এই জয়ে দলের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। এই টুর্নামেন্টের নক-আউটের যোগ্যতা অর্জন করার ব্যাপারে আত্মবিশ্বাসী লাল-হলুদ ব্রিগেড।
এএফসি টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের হয়ে দ্রুততম গোলের রেকর্ড দিমিত্রিওসের
মঙ্গলবার বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ম্যাচের ৩৩ সেকেন্ডে প্রথম গোল করেন দিমিত্রিওস দিয়ামান্তাকস। এএফসি টুর্নামেন্টে এটাই ইস্টবেঙ্গলের হয়ে দ্রুততম গোল। এই ম্যাচের পর দিমিত্রিওস বলেছেন, ‘গ্রুপের শেষ ম্যাচ আমাদের জন্য ফাইনাল। নক-আউটের যোগ্যতা অর্জন করার জন্য আমাদের শুক্রবারের ম্যাচ জেতা দরকার।’
অতীতে এএফসি কাপ সেমি-ফাইনাল খেলেছে ইস্টবেঙ্গল, এবার নক-আউটের হাতছানি
এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচে পারো এফসি-র সঙ্গে ২-২ ড্র করার পর দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ৪-০ জয় পেয়েছে ইস্টবেঙ্গল। শুক্রবার তৃতীয় ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ লেবাননের নেজমে এসসি।
বসুন্ধরা কিংসের বিরুদ্ধে অসাধারণ গোলের পর আরও উন্নতির লক্ষ্যে সৌভিক চক্রবর্তী
বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোল করেন সৌভিক চক্রবর্তী। এই মিডফিল্ডার বলেছেন, ‘আমার ব্যক্তিগত মাইলফলকের চেয়ে জয় বেশি গুরুত্বপূর্ণ। আমরা দল হিসেবে উন্নতি করতে চাই এবং আরও ম্যাচ জিততে চাই।’
ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর প্রথম গোল করে খুশি তারকা ডিফেন্ডার আনোয়ার আলি
বসুন্ধরা কিংসের বিরুদ্ধে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করেছেন আনোয়ার আলি। আরও ভালো পারফরম্যান্স দেখানোই এই তারকা ডিফেন্ডারের লক্ষ্য।
নিজে গোল করে ইস্টবেঙ্গলকে আরও ম্যাচ জেতাতে চান, জানিয়েছেন আনোয়ার আলি
আনোয়ার আলি বলেছেন, ‘আমি ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল করে খুশি। আমি এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। এরকম বড় টুর্নামেন্টে গোল করা গুরুত্বপূর্ণ। কারণ, আমরা দেশের প্রতিনিধিত্ব করছি। আমি দলকে আরও ম্যাচ জেতাতে চাই।’
ইস্টবেঙ্গলের বর্তমান দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার সৌভিক চক্রবর্তী। তাঁর পারফরম্যান্সের উপর ম্যাচের ফল অনেকটা নির্ভর করে।
ইস্টবেঙ্গল রক্ষণকে ভরসা দিতে চান জর্ডনের জাতীয় দলের ডিফেন্ডার হিজাজি
গত মরসুমে ইস্টবেঙ্গলে যোগ দেন হিজাজি মাহের। তিনি জর্ডনের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। এবার ইস্টবেঙ্গলের হয়ে আরও ভালো পারফরম্যান্সের লক্ষ্যে হিজাজি।