৯৯ বার বেত মারার নিদান, সেই আশঙ্কাতেই কি রোনাল্ডোকে বাদ দিয়ে ইরানে আল-নাসর?

বিভিন্ন দেশে এমন কিছু কঠোর নিয়ম রয়েছে, যা থেকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তারকারাও রেহাই পান না। ইরানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্ষেত্রে সেটাই হচ্ছে।

ইরানে গেলেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ৯৯ বার বেত মারা হবে! কেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে এই কঠোর শাস্তি দেওয়া হবে? ইরানের নিয়ম অনুযায়ী, সেদেশে ব্যভিচার সংক্রান্ত নিয়ম অত্যন্ত কঠোর। ব্যভিচারের মধ্যে অনেক কিছুই আছে। ২০২৩ সালে এক বিশেষভাবে সক্ষম শিল্পীকে উৎসাহ দেওয়ার জন্য আলিঙ্গন ও চুম্বন করেছিলেন রোনাল্ডো। ইরানের আইন অনুযায়ী, এই ঘটনা ব্যভিচার। ফলে ইরানে গেলেই কঠোর শাস্তি পেতে পারেন রোনাল্ডো। সে কথা মাথায় রেখেই দলের সেরা তারকাকে বাদ দিয়ে ইরানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে যায় আল-নাসর এফসি। প্রথম লেগের ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়েছে। প্রধান কোচ স্টেফানো পিয়োলি জানিয়েছেন, রোনাল্ডোর কিছু শারীরিক সমস্যা আছে। এই কারণে তাঁকে ছাড়াই ইরানে যায় দল। কিন্তু একইসঙ্গে আল-নাসরের প্রধান কোচ জানিয়েছেন, রোনাল্ডোর চোট নেই। তাঁর শারীরিক সমস্যাও উদ্বেগজনক নয়।

নিরপেক্ষ কেন্দ্রে ম্যাচ আয়োজনের অনুরোধ নাকচ

Latest Videos

আল-নাসর এফসি-র পক্ষ থেকে ইরানের ক্লাব এস্তেগলাল এফসি-র বিরুদ্ধে এই ম্যাচ নিরপেক্ষ কেন্দ্রে আয়োজন করার অনুরোধ করা হয়েছিল। কিন্তু ইরানের ক্লাবটি নিজেদের মাঠেই খেলার সিদ্ধান্তে অনড় থাকে। এএফসি-র পক্ষেও নিরপেক্ষ কেন্দ্রে এই ম্যাচ আয়োজনের বিষয়ে এস্তেগলাল এফসি-কে বাধ্য করা সম্ভব হয়নি। এই কারণে রোনাল্ডোকে ছাড়াই ইরানে গেল আল-নাসর এফসি। সাদিও মানে, জন ডুরান, মার্সেলো ব্রজোভিচ দলের সঙ্গে ইরানে গেলেও, রোনাল্ডোর দলে না থাকাই বড় হয়ে উঠল।

রোনাল্ডোকে নিয়ে ইরানে সমস্যা

২০২৩ সালের সেপ্টেম্বরে ইরানের ক্লাব পারসিপলিসের বিরুদ্ধে খেলতে যায় আল-নাসর। দলে ছিলেন রোনাল্ডো। সেই সময় আল-নাসর দল যে হোটেলে ছিল, সেখানে ঢুকে পড়ে কয়েক হাজার মানুষ। সবারই লক্ষ্য ছিলেন রোনাল্ডো। নিরাপত্তার স্বার্থে পুলিশকে সক্রিয় হতে হয়। এই ঘটনার পর ফতেমেহ হাম্মামি নাসরাবদি নামে এক বিশেষভাবে সক্ষম শিল্পীর সঙ্গে দেখা করেন রোনাল্ডো। এই শিল্পী পা দিয়ে ছবি আঁকেন। রোনাল্ডো এই শিল্পীকে আলিঙ্গন করার পর তাঁর কপালে চুম্বন করেন। ইরানের আইন অনুযায়ী, স্বামী-স্ত্রী ছাড়া কেউ একে অপরকে প্রকাশ্যে চুম্বন করতে পারেন না। শাস্তি ৯৯ বার বেত্রাঘাত। এই কারণেই তারপর থেকে ইরানে যাচ্ছেন না রোনাল্ডো।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

সন্দেশখালিতে ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দল, শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Nadia News: আপনজনই বিশ্বাসঘাতক? নাবালিকাকে প্রলোভনে ফাঁসিয়ে নিয়ে গেল পরিচিতরাই, চাঞ্চল্য শান্তিপুরে
মালদার মোথাবাড়িতে বাংলাদেশের ছায়া? সুকান্তকে সামনে পেয়ে কি বললেন বাসিন্দারা? | Sukanta Majumdar
Sukanta Majumdar: মালদা মোথাবাড়িতে গিয়ে পুলিশি বাঁধার মুখে পরে এ কী বলছেন সুকান্ত মজুমদার? দেখুন
'মোথাবাড়ি দেখার পর কোনও হিন্দু ওদের ভোট দেবে না' বুঝিয়ে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari