Mohun Bagan: ইতিহাসের মুখোমুখি মোহনবাগান, গোয়া ম্যাচে জিতলেই ১০০০ পয়েন্টের শিরোপা

ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে মোহনবাগান (Mohun Bagan)।

আরও একবার যেন ইতিহাস ছোঁয়ার সুযোগ সবুজ মেরুনের সামনে। আইএসএল-এর লিগ পর্যায়ে মোহনবাগানের শেষ ম্যাচ রয়েছে এফসি গোয়ার বিরুদ্ধে। আর সেই খেলায় জয় পেলেই, প্রথম ভারতীয় ক্লাব হিসেবে কার্যত ইতিহাস গড়বে তারা।

তবে তা জানতে গেলে ফিরে তাকাতে হবে ৩০ বছর পিছনে। সেই ১৯৯৬-৯৭ সালে প্রথমবার জাতীয় লিগে মোহনবাগানের অর্জন হয়েছিল ৫ ম্যাচে ৬ পয়েন্ট। আর সেখান থেকে বছরের পর বছর ধরে পয়েন্ট জমতে জমতে আজ এসে দাঁড়িয়েছে ২০২৫ সালে। মানে তার মাঝে আই লিগও আছে। চলতি আইএসএলে মুম্বই এফসির সঙ্গে ড্র করে ২৩ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ৫৩।

Latest Videos

অর্থাৎ, মোট ২৯টি মরশুম ধরে মোহনবাগানের সংগ্রহ মোট ৯৯৭ পয়েন্ট। ফলে, গোয়ার বিরুদ্ধে জিততে পারলেই ঐতিহাসিক ১০০০ পয়েন্টে পৌঁছে যাবে মোহনবাগান। দেশের প্রথম সারির লিগে, যে পয়েন্ট অর্জনের কৃতিত্ব আর অন্য কোনও দলের নেই।

তবে সেই জাতীয় লিগের প্রথম মরশুমটা ভালো না কাটলেও, দ্বিতীয় মরশুমেই দুর্দান্তভাবে চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। গত ১৯৯৯-২০০০ সালেও ফের ভারতসেরার খেতাব ছিনিয়ে নেয় তারা। এরপর ২০০১-০২ মরশুমে তৃতীয়বারের জন্য জাতীয় লিগে সেরার সেরা হয় সবুজ মেরুন ব্রিগেড। তারপর আবার ২০০৭-০৮ সাল থেকে শুরু হয় আই লিগ। সেখানে প্রথম মরশুমে ১৮ ম্যাচে ৩০ পয়েন্ট অর্জন করে তারা। মোট ১৩টি মরশুমে মোহনবাগানের পয়েন্ট সংখ্যা ২৭৬। তার মধ্যে জয় পেয়েছে ১২৬টি ম্যাচে।

২০১৪-১৫ ও ২০১৯-২০ মরশুমে ফের চ্যাম্পিয়ন হয় তারা। এরপর থেকে তো আইএসএলেও নিজেদের প্রমাণ করেছে মোহনবাগান। গত ২০২০-২১ সাল থেকে আইএসএলে যুক্ত হয়ে প্রথম মরশুমে সংগ্রহ ২০ ম্যাচে ৪০ পয়েন্ট। অন্যদিকে, পরপর দুবার লিগ শিল্ড জয় ছাড়াও, আইএসএল কাপও জিতে নিয়েছে তারা।

এবার গোয়াকে শনিবার হারাতে পারলেই ভারতের প্রথম ক্লাব হিসেবে ১০০০ পয়েন্ট অর্জনের ইতিহাস গড়ে ফেলবে মোহনবাগান।

জাতীয় লিগ:

১৯৯৬-৯৭: ৬ (৫)

১৯৯৭-৯৮: ৩৪ (১৮) চ্যাম্পিয়ন

১৯৯৮-৯৯: ২৭ (২০)

১৯৯৯-০০: ৪৭ (২২) চ্যাম্পিয়ন

২০০০-০১: ৪৫ (২২)

২০০১-০২: ৪৪ (২২) চ্যাম্পিয়ন

২০০২-০৩: ৩৩ (২২)

২০০৩-০৪: ২৪ (২২)

২০০৪-০৫: ২৩ (২২)

২০০৫-০৬: ৩০ (১৭)

২০০৬-০৭: ২১ (১৮)

আই লিগ

২০০৭-০৮: ৩০ (১৮)

২০০৮-০৯: ৪৩ (২২)

২০০৯-১০: ৩৬ (২৬)

২০১০-১১: ৩৪ (২৬)

২০১১-১২: ৪৭ (২৬)

২০১২-১৩: ২৯ (২৬)

২০১৩-১৪: ২৮ (২৪)

২০১৪-১৫: ৩৯ (২০) চ্যাম্পিয়ন

২০১৬-১৭: ৩৬ (১৮)

২০১৭-১৮: ৩১ (১৮)

২০১৮-১৯: ২৯ (২০)

২০১৯-২০: ৩৯ (১৬) চ্যাম্পিয়ন

আইএসএল

২০২০-২১: ৪০ (২০)

২০২১-২২: ৩৭ (২০)

২০২২-২৩: ৩৪ (২০)

২০২৩-২৪: ৪৮ (২২) চ্যাম্পিয়ন

২০২৪-২৫: ৫৩ (২৩) (আপাতত লিগ শিল্ড চ্যাম্পিয়ন)

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের ঢোকার ব্যবস্থা করছে কারা?' লোকসভায় ফাঁস করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
মালদার মোথাবাড়ির ভিডিও শেয়ার করায় কয়েকজন হিন্দু যুবককে গ্রেফতার, ক্ষোভ উগরালেন অগ্নিমিত্রা
Dilip Ghosh: 'এবার হিন্দুদের উপর অত্যাচার করলে নবান্ন ঘেরাও করব', বড় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
‘কী সাহস! ভিডিওতে বলছে অনুমতি দিলে সব Hindu-দের দেখে নেব!’ মোথাবাড়ি কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
কাঁথিতে হাতাহাতি! সামান্য সমবায়ের ভোটেও তৃণমূলের 'দাদাগিরি'! দেখুন | Purba Medinipur News | Contai