AFC Women's Champions League: দেশের নাম উজ্জ্বল করল লাল হলুদের মেয়েরা (east bengal women's team score)। সোমবার, কম্বোডিয়ার নমপেনে ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই জয় পেল ইস্টবেঙ্গল (East Bengal)।
নিঃসন্দেহে দুরন্ত ফুটবল উপহার দিল লাল হলুদের প্রমীলা বাহিনী। প্রিলিমিনারি পর্বের প্রথম ম্যাচে নমপেন ক্রাউনকে ১-০ গোলে হারিয়ে দিল তারা। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন ফাজিলা।
এদিন ম্যাচের শুরু থেকেই সতর্ক ছিল লাল হলুদ ব্রিগেড। রক্ষণকে শক্তিশালী করেই প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে শুরু করেন সঙ্গীতা বাসফোররা। এরপর ধীরে ধীরে অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাক করতে শুরু করে ইস্টবেঙ্গল।
তবে গোলের সুযোগ তৈরি হলেও একাধিকবার ব্যর্থ হয় লাল হলুদ ব্রিগেড। তবে খেলার ৪২ মিনিটে, ইস্টবেঙ্গলের হয়ে ফাজিলা ইকওয়াপুট গোল করলেও তা বাতিল ঘোষণা করে দেন রেফারি। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। ফলে, ফার্স্ট হাফের খেলা শেষ হয় গোলশূন্য অবস্থাতেই।
কিন্তু দ্বিতীয়ার্ধ লাগাতার আক্রমণ শুরু করে ইস্টবেঙ্গল। সেই সুবাদে তাদের সামনে দুটি সুবর্ণ সুযোগ চলে আসে। তবে সেক্ষেত্রেও কোনও গোল আসেনি। কিন্তু পাল্টা চাপ দিতে থাকে নমপেন ক্রাউনও। একাধিক আক্রমণ তারা তুলে আনে লাল হলুদ টপ বক্সে। এরপর ম্যাচের ৫২ মিনিটে, ফাজিলা এবং ৫৮ মিনিটে, সঙ্গীতা বাসফোর মস করেন।
আর তার ফল মেটে খেলার ৭০ মিনিটে এসে। নমপেন ক্রাউনের রক্ষণভাগকে বোকা বানিয়ে ডেডলক ভাঙেন ইস্টবেঙ্গলের প্রাণভোমরা তথা উগান্ডার স্ট্রাইকার ফাজিলা ইকওয়াপুট। আর সেই সুবাদেই, লাল হলুদ ব্রিগেড এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
তবে ৭৮ মিনিটে নমপেন ক্রাউনের অধিনায়ক কিম চ্যানথেট গুরুতর চোট পান। তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। তবে এই ম্যাচে আর কোনও গোল হয়নি। শেষপর্যন্ত, এই ম্যাচ ইস্টবেঙ্গল জিতে নেয় ১-০ ব্যবধানে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।