SAFF Cup Women's: গোলের বন্যা ভারতের। অনূর্ধ্ব-১৭ মহিলা সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের প্রমীলাবাহিনীর দুর্দান্ত সাফল্য। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে, ভুটানের বিরুদ্ধে ৮-০ গোলের জয় পেল ব্লু-টাইগ্রেসরা।
রবিবার, ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে অনূর্ধ্ব-১৭ ভারতীয় মহিলা ফুটবল দল। মাঝমাঠ থেকে আক্রমণ কিংবা উইং অ্যাটাক থেকে থেকে ডিফেন্স, সবদিক দিয়ে বাজিমাৎ করেছে ভারতের মেয়েরা।
ভুটানের রক্ষণভাগের ফুটবলাররা কার্যত, দিশেহারা হয়ে পড়েন। এই ম্যাচে প্রথমার্ধেই ভারত ৪-০ গোলে এগিয়ে যায়। এই ম্যাচে দলের অধিনায়ক অনুষ্কা কুমারী হ্যাটট্রিক করেন। অনুষ্কা এদিন ভারতের হয়ে সর্বোচ্চ গোল স্কোরার। অন্যদিকে, অভিস্তা বাসনেট দুটি গোল করেন। পার্ল ফার্নান্দেজ, দিব্যানী লিন্ডা এবং ভালাইনা ফার্নান্দেজ ম্যাচের শেষদিকে তিনটি গোল করে ভুটানের বিরুদ্ধে ব্যবধান আরও বাড়ান।
দলের মিডফিল্ডাররা ঠিক যেভাবে খেলা তৈরি করেছেন এবং একইভাবে পাল্টা কাউন্টার অ্যাটাকও তুলে এনেছেন। গোটা ম্যাচেই রক্ষণভাগের খেলোয়াড়রা যথেষ্ট সতর্ক ছিলেন। আর এই জয়ের ফলে, তিন পয়েন্ট পেল ভারত। সেইসঙ্গে, গোল পার্থক্যেও তারা অনেকটা এগিয়ে গেল। এই মুহূর্তে ভারত তিন ম্যাচে নয় পয়েন্ট এবং ১৭ গোলের ব্যবধান নিয়ে লিগ টেবিলের একেবারে শীর্ষে রয়েছে।
তবে নিঃসন্দেহে গোলের বন্যা বইয়ে দিল ভারত। অনূর্ধ্ব-১৭ মহিলা সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের প্রমীলাবাহিনী যেন জ্বলে উঠল এবং পেল দুর্দান্ত সাফল্য। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে, ভুটানের বিরুদ্ধে ৮-০ গোলের জয় ব্লু-টাইগ্রেসদের।
এই ম্যাচে হ্যাটট্রিক করেন ভারতীয় দলের অধিনায়ক অনুস্কা। মাঝমাঠ থেকে আক্রমণ কিংবা উইং অ্যাটাক থেকে থেকে ডিফেন্স, সবদিক দিয়েই বাজিমাৎ করেছে ভারতের মেয়েরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।