এএফসি উইমেনস চ্যাম্পিয়ন্স লিগ: গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে লড়াই করে হার ইস্টবেঙ্গলের

Published : Nov 20, 2025, 05:18 PM IST
East Bengal FC

সংক্ষিপ্ত

AFC Women's Champions League 2025-26: প্রথমবার মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। প্রথম ম্যাচে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে হেরে গেল অ্যান্টনি অ্যান্ড্রুজের (Anthony Andrews) দল।

DID YOU KNOW ?
চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল
মহিলাদের জাতীয় লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর এএফসি উইমেনস চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল।

East Bengal FC: মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে (AFC Women's Champions League 2025-26) নিজেদের প্রথম ম্যাচে ইরানের (Iran) বাম খাতুন এফসি-র (Bam Khatoon FC) বিরুদ্ধে ৩-১ জয় পেলেও, বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চিনের (China) উহান জিয়াংদা এফসি-র (Wuhan Jiangda FC) কাছে ০-২ হেরে গেল ইস্টবেঙ্গল। চিনা দলের হয়ে জোড়া গোল করেন ওয়াং শুয়াং (Wang Shuang)। তিনি ম্যাচের অষ্টম মিনিটে প্রথম গোল করেন। এরপর ১৭ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল হজম করে ইস্টবেঙ্গল। বিদেশের মাটিতে প্রচণ্ড শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচের শুরুতেই জোড়া গোলে পিছিয়ে পড়লেও, লড়াই ছাড়েনি ইস্টবেঙ্গল। ম্যাচের ২৩ মিনিটের মাথায় গোল করার জায়গায় পৌঁছে গিয়েছিলেন সৌম্যা গুগুলথ (Soumya Guguloth)। কিন্তু তাঁর শট বারের উপর দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধেও লড়াই করে লাল-হলুদের মহিলা ব্রিগেড। কিন্তু গোল করা সম্ভব হয়নি। ৭৭ মিনিটে সৌম্যার পাস থেকে ভালো জায়গায় বল পেয়ে গিয়েছিলেন সুস্মিতা লেপচা (Sushmita Lepcha)। কিন্তু তাঁর শট বাইরে চলে যায়।

কোয়ার্টার-ফাইনালের লড়াইয়ে ইস্টবেঙ্গল

বৃহস্পতিবার হেরে গেলেও, গ্রুপ বি থেকে কোয়ার্টার-ফাইনালের যোগ্যতা অর্জনের লড়াইয়ে আছে ইস্টবেঙ্গল। রবিবার গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তানের (Uzbekistan) পিএফসি নাসাফের (PFC Nasaf) মুখোমুখি হবেন সৌম্যারা। সেই ম্যাচে তাঁরা বড় ব্যবধানে হেরে না গেলেই কোয়ার্টার-ফাইনালে পৌঁছে যাবেন। নাসাফও অত্যন্ত শক্তিশালী দল। তবে উহানের বিরুদ্ধে অসাধারণ লড়াইয়ের পর লাল-হলুদের মহিলা ব্রিগেডের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। ফলে মহিলা ফুটবলে এশিয়ার সেরা প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালে পৌঁছে যেতেই পারে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলের গোলকিপারের অসাধারণ পারফরম্যান্স

উহানের বিরুদ্ধে জোড়া গোল হজম করতে হলেও, অসাধারণ লড়াই করলেন ইস্টবেঙ্গলের গোলকিপার এলাংবাম পানথোই চানু (Elangbam Panthoi Chanu)। তিনি একাধিকবার বিপক্ষ দলের আক্রমণ রুখে দেন। চানু যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, তাহলে রবিবার নাসাফের বিরুদ্ধে ভালো ফল করতেই পারে ইস্টবেঙ্গল

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
প্রথমবার মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইস্টবেঙ্গল।
প্রথমবার এএফসি উইমেনস চ্যাম্পিয়ন্স লিগে খেলছে ইস্টবেঙ্গল। কোয়ার্টার-ফাইনালে পৌঁছে যেতে পারে লাল-হলুদ ব্রিগেড।
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?