India vs Bangladesh football: এ কোন ভারত? বাংলাদেশের কাছে লজ্জার পরাজয় ব্লু-টাইগার্সদের

Published : Nov 18, 2025, 10:57 PM ISTUpdated : Nov 18, 2025, 11:31 PM IST
India vs Bangladesh football

সংক্ষিপ্ত

India vs Bangladesh football: শেষবার এই বাংলাদেশের বিরুদ্ধে ভারত পরাজিত হয় ২০০৩ সালে। তারপর থেকে সেই দেশের বিরুদ্ধে আর কোনওদিনও হারেনি ভারতীয় ফুটবল দল।

India vs Bangladesh football: লজ্জার পরাজয় ভারতের। বলা চলে, ভারতীয় ফুটবলের জন্য অন্যতম খারাপ একটা দিন (ind vs ban football)। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে ঢাকা স্টেডিয়ামে মঙ্গলবার, বাংলাদেশের বিরুদ্ধে ১-০ পরাজিত হল ব্লু-টাইগার্সরা (india vs bangladesh football match)।  

ভারতের বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ

শেষবার এই বাংলাদেশের বিরুদ্ধে ভারত পরাজিত হয় ২০০৩ সালে। তারপর থেকে সেই দেশের বিরুদ্ধে আর কোনওদিনও হারেনি ভারতীয় ফুটবল দল। কিন্তু ২০২৫ সালে এসে সেই ইতিহাস বদলে গেল। দীর্ঘ ২২ বছর পর, ভারতের বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ। 

 

 

এমনিতে অবশ্য দুই দলই ছিটকে গেছে প্রতিযোগিতা থেকে। ম্যাচের শুরুর দিকে ভালোই খেলছিল ভারত। কিন্তু খেলার ১২ মিনিটে, গতির বিপরীতে গিয়ে বাংলাদেশের হয়ে প্রথম গোলটি করেন রাকিব হোসেন। সেটিই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায়। এই জয়সূচক গোলের সুবাদেই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। 

রাকিবের বুদ্ধিদীপ্ত ফিনিশিং-এর সুবাদেই গোল পেয়ে যায় বাংলাদেশ। এরপর পুরো প্রথমার্ধ জুড়ে মাঝমাঠ কার্যত, বাংলাদেশ নিয়ন্ত্রণে চলে যায়। যদিও এরপর আর কোনও গোল হয়নি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়ে।

লজ্জার পরাজয় ভারতের

ম্যাচের দ্বিতীয়ার্ধে মহেশ এবং মহম্মদ সানান মাঠে আসার পর, ভারতের খেলার গতি বাড়ে। তবে সুযোগ আসলেও গোল আসেনি। পজিটিভ সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় ভারত। তাই গোলের দেখা পাওয়া যায়নি।

আর এই হারের ফলে, এশিয়ান কাপের গ্রুপ পর্বে সবার নিচে নেমে গেল ভারত। সেইসঙ্গে, লজ্জার পরাজয় ভারতের। বলা চলে, ভারতীয় ফুটবলের জন্য অন্যতম খারাপ একটা দিন। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে ঢাকা স্টেডিয়ামে মঙ্গলবার, বাংলাদেশের বিরুদ্ধে ১-০ পরাজিত হল ব্লু-টাইগার্সরা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে