একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত গোল লিস্টনের, কিন্তু তারপরেও তৃপ্ত নন তিনি! কী বলছেন?

Published : Nov 25, 2024, 02:53 PM IST
Liston Colaco

সংক্ষিপ্ত

সেই পুরনো লিস্টনকে যেন খুঁজে পাওয়া গেল।

সেই পুরনো লিস্টনকে যেন খুঁজে পাওয়া গেল। যেভাবে ডিফেন্ডারদের কাটিয়ে গোল করতেন তিনি।

জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এসে পরিষ্কার বাংলায় বলেছিলেন, ‘গোল হবে।’ আর সেটাই মাঠে করে দেখিয়েছেন। তাও আবার বিপক্ষের পাঁচ ফুটবলারকে কাটিয়ে দুর্দান্ত গোল। তবুই যেন তৃপ্ত হটে পারছেন না লিস্টন কোলাসো।

কিন্তু তাঁর সেই চোখধাঁধানো গোল যেন সবুজ মেরুন সমর্থকদের চোখে এখনও ভাসছে। বক্সের বাইরে থেকে পরপর ড্রিবল করে বক্সের ঠিক মাঝখানে পৌঁছে গেলেন। তারপর বাঁ-পায়ে দুরন্ত শটে জালে বল জড়িয়ে দিলেন লিস্টন।

আর ম্যাচের পর লিস্টনের কোথায়, “এই জয়টা আমাদের কাছে সত্যিই একটা বড় প্রেরণা। আমাদের এবার ভালো করে খেলাটা চালিয়ে যেতে হবে এবং কঠোর অনুশীলনও করে যেতে হবে।”

উল্লেখ্য, আইএসএল-এ এখনও পর্যন্ত ১০৪টি ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। মোট ১৮টি গোল করেছেন এবং সঙ্গে ১৬টি অ্যাসিস্টও রয়েছে। তবে শনিবারের গোলটিই তাঁর সেরা গোল কি না, সেটি যখন জানতে চাওয়া হল, তখন তাতে একদমই সায় দেননি লিস্টন।

তাঁর মতে, মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে গত মরশুমে করা গোলটিই তাঁর কাছে সেরা। লিস্টন বলছেন, “এটা আমার কাছে সেরা গোল নয়। গত মরশুমে লিগ-শিল্ডের ম্যাচে মুম্বাই সিটির বিরুদ্ধে যে গোলটি করেছিলাম, সেই গোলটি এর থেকেও বেশি মূল্যবান ছিল। কারণ, ঐ গোলটা আমাদের লিগ শিল্ড জিততে সাহায্য করেছিল। তবে এই গোলটিও আমার কাছে যথেষ্ট স্মরণীয় হয়ে থাকবে। কারণ, চলতি মরশুমে এটিই আমার প্রথম গোল।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?
Mohamed Salah: কোচের সঙ্গে তুমুল ঝামেলা! লিভারপুল ছাড়তে চলেছেন মহম্মদ সালাহ?