ISL: শনিবাসরীয় যুবভারতীতে মোহনবাগানের সামনে জামশেদপুর, গ্রেগ কি খেলবেন? রইল বড় আপডেট

গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার, মুখোমুখি হতে চলেছে মোহনবাগান বনাম জামেশদপুর এফসি। 

এরপর আন্তর্জাতিক বিরতির মাঝেও এই স্কটিশ ফুটবলারের চোট সারেনি। ফলে, তাঁকে জামশেদপুর ম্যাচেও পাওয়া যাবে না। তবে এই বিষয়টি নিয়ে খুব একটা বেশি চিন্তিত নন মোহনবাগান কোচ জোসে মোলিনা। সম্ভবত আগের ম্যাচের মতো এই ম্যাচেও গ্রেগের জায়গায় আসতে পারেন দিমিত্রি পেত্রাতোস। সেইসঙ্গে, রক্ষণভাগে আশিস রাইয়ের জায়গায় খেলতে পারেন দীপেন্দু বিশ্বাস।

ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে মোলিনা জানালেন, “আমি একদমই চিন্তিত নই। চোট তো খেলাধুলারই একটা অংশ। দলের বাকি ফুটবলারদের উপর পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে। আশা করি, ওরা একটি ভালো ম্যাচ উপহার দেবে।”

Latest Videos

তাঁর কথায়, “এটা ঠিক যে গ্রেগ একটি অন্যরকম। ও এমন কিছু কাজ করতে পারে দলের জন্য, যা বাকিরা পারে না। তবে ওকে ছাড়া আগের ম্যাচেও দল যথেষ্ট ভালোই খেলেছে। এমন নয় যে, জোর করে ওকে খেলাচ্ছি না। চোট থাকলে তো আর কিছু করার নেই।”

তিনি আরও যোগ করেন, “দিমি গত মরশুমে বেশ ভালো খেলেছে, সেটা শুনেছি। তবে এর আগে আমিও দলের কোচ ছিলাম না। তাছাড়া আমার পরিকল্পনাও আলাদা। এই বছর আমাদের দলে ম্যাকলারেন রয়েছে। সব ভালো ফুটবলারকে একসঙ্গে দলে সুযোগ দেওয়া সম্ভব নয়। অন্যদিকে, রক্ষণেও বিদেশি খেলাতে হচ্ছে। তাই কোন চার বিদেশিকে প্রথম একাদশে রাখব সেটা আমাকে ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিতে হয়।”

অতএব, শনিবারের যুবভারতী কী উত্তর দেয়, সেটাই এখন দেখার বিষয়। খেলা শুরু সন্ধ্যে ৭.৩০ মিনিটে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News