
AIFF FSDL Meeting: জট কাটছে আইএসএল-এর (indian super league 2025)।সুপ্রিম নির্দেশ মেনে আইএসএল-এর আয়োজক এফএসডিএল-এর সঙ্গে সোমবার, জরুরি ভিত্তিতে একটি আলোচনায় বসে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (indian super league controversy)।
সেই আলোচনা অনেকটাই ফলপ্রসূ হয়েছে বলে খবর। কিছুটা দেরি হবে। কিন্তু পরবর্তী মরশুমে আইএসএল হচ্ছেই। সূত্রের খবর, আইএসএল আয়োজকদের সঙ্গে যে চুক্তি আগামী ৮ ডিসেম্বর শেষ হওয়ার কথা, সেটি আরও বাড়ানো হবে।
সম্ভবত ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত, অস্থায়ীভাবে সেই চুক্তি বাড়বে। অর্থাৎ, আগামী মরশুমে আইএসএল-এর আয়োজক থাকছে এফএসডিএল। তারপর চুক্তি বৃদ্ধির বিষয়টি নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন কমিটির সঙ্গে এফএসডিএল ফের একবার আলোচনা করবে বলে জানা যাচ্ছে।
সুপ্রিম কোর্ট এআইএফএফ-এর সংবিধান প্রকাশ করে দেওয়ার পরই নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনের পর, নতুন যে কমিটি তৈরি হবে, তাদের সঙ্গে আলোচনা করেই চুক্তিবৃদ্ধি করতে পারে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড।
এই বিষয়ে ফেডারেশন একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, দুই পক্ষের মধ্যেই গঠনমূলক এবং সদর্থক আলোচনা হয়েছে। ভারতীয় ফুটবলের উন্নতির কথা মাথায় রেখে এআইএফএফ এবং এফএসডিএল মৌখিকভাবে একটি প্রস্তাবে রাজি হয়েছে।
আগামী ২৮ অগাস্ট, সুপ্রিম কোর্টে সেই যৌথ প্রস্তাব জমা দেওয়া হবে। তবে বিষয়টি বিচারাধীন বলে কোনও পক্ষই কোনও মন্তব্য করতে চায়নি। জানা যাচ্ছে, বুধবার আরও একদফা আলোচনা হবে দুই পক্ষের মধ্যে।
গত ২২ অগাস্ট, সুপ্রিম কোর্টের দুই বিচারপতি শ্রী পিএস নরসীমা এবং জয়মাল্য বাগচী বলেন, আইএসএল-এর অচলাবস্থা কাটাতে ফেডারেশন এবং এফএসডিএল আলোচনায় বসতে পারে। সেইমতোই আলোচনায় বসা হয়েছিল দুই তরফে।
তার আগে আইএসএল-এর ১৩টি ক্লাবের মধ্যে ১১টি ক্লাব ফেডারেশনকে জানায় যে, আইএসএল নিয়ে অচলাবস্থা কাটাতে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানানো হোক। এরপর ফেডারেশন যখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, তখন গত ১৮ অগাস্ট আদালত জানায়, ২২ অগস্ট শুনানি হবে। সেইমতোই গত শুক্রবার, শুনানির পর এই নির্দেশ আসে দুই বিচারপতির বেঞ্চের তরফ থেকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।