Indian Super League: আইএসএল সম্প্রচারের টেন্ডার প্রকাশ করল ফেডারেশন, কী কী শর্ত রয়েছে?

Published : Jan 19, 2026, 10:09 PM ISTUpdated : Jan 20, 2026, 12:16 AM IST
INDIAN SUPER LEAGUE

সংক্ষিপ্ত

Indian Super League: যে সংস্থা এই বিষয়ে আগ্রহী হবে, তারা এই টেন্ডার জমা দিতে পারবে আগামী ১ ফেব্রুয়ারি বিকেল পাঁচটার মধ্যে। এরপর সেই টেন্ডার খুলে দেখার দিন ধার্য করা হয়েছে আগামী ২ ফেব্রুয়ারি। মোট ৩৯ পাতার টেন্ডার প্রকাশ করেছে এআইএফএফ।

Indian Super League: আইএসএল নিয়ে এবার পেশাদারি ঢঙেই এগোতে চাইছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (indian super league 2026)। আসন্ন মরশুমের জন্য আইএসএল ব্রডকাস্টিং রাইটস যাবে কোন সংস্থার হাতে? সেইজন্য এবার টেন্ডার প্রকাশ করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (indian super league fixtures)। 

যে সংস্থা এই বিষয়ে আগ্রহী হবে, তারা এই টেন্ডার জমা দিতে পারবে আগামী ১ ফেব্রুয়ারি বিকেল পাঁচটার মধ্যে। এরপর সেই টেন্ডার খুলে দেখার দিন ধার্য করা হয়েছে আগামী ২ ফেব্রুয়ারি। মোট ৩৯ পাতার টেন্ডার প্রকাশ করেছে এআইএফএফ।

ঠিক কোন কোন শর্ত দিয়েছে ফেডারেশন?

এই টেন্ডারে আগ্রহী সংস্থাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। মোট ৯১টি ম্যাচের ব্রডকাস্টিংয়ের জন্য এই টেন্ডার প্রকাশ করা হয়েছে। এই প্রসঙ্গে প্রি বিড কনফারেন্সের তারিখ ধার্য করা হয়েছে আগামী ২৩ জানুয়ারি। 

উল্লেখযোগ্য বিষয় হল, টেন্ডার তোলার জন্য ফেডারেশনকে ৫ লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিট হিসেবে দিতে হবে আগ্রহী সেই সংস্থাকে। তবে বিড নির্বাচিত না হলে সেই অর্থ অবশ্য ফেরত দিয়ে দেওয়া হবে।

৩ বছরের লাইভ স্পোর্টস কভারেজের অভিজ্ঞতা

সেইসঙ্গে, যে সংস্থা বিড তুলবে, তাদের গত ৩ বছরের লাইভ স্পোর্টস কভারেজের অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই। শুধু তাই নয়, অন্তত দুটি মরশুমে পেশাদার লিগে লাইভ কভারেজ করার অভিজ্ঞতাও থাকতে হবে সংশ্লিষ্ট সেই সংস্থাকে। 

তাছাড়া সংস্থাটির নেটওয়ার্থ মোট ১০ কোটি টাকা এবং তিনটি আর্থিক বছরে গড় আয়ও ১০ কোটি টাকা হতে হবে। প্রসঙ্গত, আইএসএল-এর কমার্শিয়াল পার্টনার খোঁজার জন্য মাত্র ৬ মাসের মধ্যে দ্বিতীয়বারের জন্যও এআইএফএফ এই টেন্ডার প্রকাশ করল।

যদিও একটা সময় শোনা যাচ্ছিল, আসন্ন আইএসএল-এর সরাসরি সম্প্রচার হতে পারে দূরদর্শনে। ম্যাচগুলি লাইভ ব্রডকাস্টের দায়িত্ব পেতে পারে ডিডি স্পোর্টস (isl 2026 news)। আর এবার আইএসএল ব্রডকাস্টিং রাইটসের জন্য সোজা টেন্ডার ডেকে দিল ফেডারেশন।  

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Messi Statue: লেকটাউনে মেসি-মারাদোনার মূর্তি কোন জমিতে? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
SIR West Bengal: প্রাক্তন জাতীয় দলের ফুটবলারকেও এসআইআর হেনস্থা! এবার রহিম নবিকে কমিশনের তলব