ফুটবলপ্রেমী বাঙালির যেন একবার বিশ্ব ফুটবলে নজর না রাখলে চলে না।
২ পয়েন্ট করে নষ্ট করেছে রিয়াল এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগিয়েছে বার্সেলোনা। সেভিয়াকে ৪-১ গোলে হারিয়ে দিয়েছে তারা। অতএব, দুই মাদ্রিদের ঘাড়ের কাছে পৌঁছে গেছে বার্সা।
রবিবার, সেভিয়ার বিরুদ্ধে ৭ মিনিটের মাথায় গোল করেন রবার্ট লেভানোদোস্কি। আর সেই গোলের সুবাদেই এগিয়ে যায় বার্সা। যদিও পরের মিনিটেই ফের ধাক্কা খায় তারা। রুবেন ভার্গাসের গোলে সমতা ফেরায় সেভিয়া।
এরপর আর প্রথমার্ধে কোনও গোল আসেনি। যদিও খেলায় লড়াই বাকি হাড্ডাহাড্ডি হয়। ফার্স্ট হাফে ১-১ ফলাফল নিয়েই খেলা শেষ হয়। কিন্তু দ্বিতীয়ার্ধে আমূল বদলে গেল বার্সেলোনার খেলা। আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে দেয় হ্যান্সি ফ্লিকের ছেলেরা।
আর হাতেনাতে ফল মেলে একেবারে। খেলার ৪৬ মিনিটের মাথায় ফের্মিন লোপেজ় এবং ৫৫ মিনিটের মাথায় র্যাফিনহা গোল করে বার্সাকে ৩-১ গোলে এগিয়ে দেন। এদিকে খেলার ৮৯ মিনিটে, বার্সেলোনার হয়ে চতুর্থ গোলটি করেন এরিক গার্সিয়া।
তবে খারাপ খবর, লাল কার্ড দেখেন লোপেজ়। প্রায় আধ ঘণ্টা ১০ জন মিলে খেলতে হয় বার্সাকে। তবে তারপরেও কোনও গোল করতে পারেনি সেভিয়া।
শেষপর্যন্ত, হেরে মাঠ ছাড়তে হয় তাদের। এই জয়ের ফলে, ২৩ ম্যাচে মোট ৪৮ পয়েন্ট পায় বার্সেলোনা। এদিকে একই সংখ্যক ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়িয়েছে ৫০। আপাতত তারা শীর্ষে রয়েছেন।
মোট ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আপাতত লিগে এখনও ১৫টি করে ম্যাচ বাকি আছে। সুতরাং, এখান থেকে তিনটি দলের যে কেউ লিগ জিততে পারে। দুই মাদ্রিদের পাশাপাশি সমান সুযোগ রয়েছে বার্সেলোনারও কাছেও।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।