Al Nassr vs FC Goa: এফসি গোয়ার বিরুদ্ধে আল নাসের স্কোয়াডে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মাঠে নামবেন এই তারকা?

Published : Nov 05, 2025, 03:21 PM IST
Cristiano Ronaldo

সংক্ষিপ্ত

Al Nassr vs FC Goa: গোয়ার ফতোরদা স্টেডিয়ামে, প্রচুর সংখ্যায় সমর্থকরা উপস্থিত ছিলেন। সেই ম্যাচে রোনাল্ডো দলেই ছিলেন না। তবে সাদিও মানে, জোয়াও ফেলিক্স এবং ইনিগো মার্টিনেজ ছাড়াও কিংসলে কোমানের মতো তারকারা মাঠে নামেন।

Al Nassr vs FC Goa: এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামছেন বিশ্ব বিখ্যাত এই তারকা (al nassr vs fc goa)। কয়েকদিন আগে ভারতে, এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে আসেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু সৌদি আরবের মাটিতে, বুধবার রাতে এসিএল ২-এর গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আল নাসেরের হয়ে মাঠে নামতে পারেন তিনি (al nassr vs fc goa squad)। 

আল নাসেরের হয়ে মাঠে নামবেন রোনাল্ডো?

প্রতিপক্ষ এফসি  গোয়া। রিটার্ন লেগের সেই ম্যাচে, আল নাসেরের স্কোয়াডে রাখা হয়েছে পর্তুগিজ এই কিংবদন্তিকে। এমনিতে যা পরিস্থিতি, তাতে এসিএল ২-এর পরের রাউন্ডে যাওয়ার কোনও সম্ভাবনা নেই এফসি গোয়ার সামনে। তবে ভারতের মাটিতে আল নাসেরের বিরুদ্ধে যথেষ্ট লড়াই করে তারা। 

 

 

গোয়ার ফতোরদা স্টেডিয়ামে, সেই ম্যাচে প্রচুর সংখ্যায় সমর্থকরা উপস্থিত ছিলেন। সেই ম্যাচে রোনাল্ডো দলেই ছিলেন না। তবে সাদিও মানে, জোয়াও ফেলিক্স এবং ইনিগো মার্টিনেজ ছাড়াও কিংসলে কোমানের মতো তারকারা মাঠে নামেন।

রিজার্ভ বেঞ্চে বসবেন

কিন্তু রিয়াধে অনুষ্ঠিত হতে চলা ফিরতি লেগের ম্যাচে, রোনাল্ডোকে স্কোয়াডে রেখেছেন আল নাসের দলের কোচ জর্জে জেসুস। এই মুহূর্তে দুরন্ত ছন্দে রয়েছেন ‘সিআর৭'। উল্লেখ্য, তিনি মোট পাঁচবার ব্যালন ডি অর জিতেছেন। এমনকি, নিজের ক্যারিয়ারের ৯৫০তম গোলটিও করে ফেলেছেন এই তারকা। 

গোয়ার বিরুদ্ধে ম্যাচে স্কোয়াডে থাকলেও তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে খবর। অর্থাৎ, তিনি রিজার্ভ বেঞ্চে বসবেন। তবে শোনা যাচ্ছে, পরিবর্ত হিসেবেও তাঁকে নামানো হতে পারে। এই প্রসঙ্গে অবশ্য জর্জে জেসুসে আগেই জানান যে, “আমরা ঠিক করেছি, ওকে রিয়াধে দলে রাখব। যাতে পরের ম্যাচের জন্য প্রস্তুত রাখা যায়।" এবার বাকিটা উত্তর দেবে সময়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?