Cristiano Ronaldo: "আমিই সেরা, মেসি নয়" ফের একবার মনে করিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Published : Nov 05, 2025, 11:18 AM IST
Cristiano Ronaldo: "আমিই সেরা, মেসি নয়" ফের একবার মনে করিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

সংক্ষিপ্ত

Cristiano Ronaldo: লিওনেল মেসির তুলনায় তিনি অনেক এগিয়ে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই সেরা ফুটবলার, বুঝিয়ে দিলেন স্বয়ং ‘সিআর৭' নিজেই। পিয়ার্স মরগ্যানকে দেওয়া একটি সাক্ষাৎকারে পর্তুগিজ কিংবদন্তি এই কথা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন।

Cristiano Ronaldo: লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে কে সেরা? তা নিয়ে গোটা ফুটবল বিশ্বের মধ্যে চর্চা চলে। এই দুই কিংবদন্তি আসলেই অন্য মাত্রায় নিয়ে গেছেন নিজেদের প্রতিভাকে। তাই প্রশ্ন যখন ওঠে, তাদের মধ্যে কে সেরা? তখন ফুটবলপ্রেমী মানুষ, প্রাক্তন-বর্তমান ফুটবলার এবং ফুটবল পণ্ডিতরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েন। 

অন্যদের কথায় তিনি পাত্তা দেন না?

তবে এবার মেসিকে নিয়ে কথা বললেন খোদ ক্রিশ্চিয়ানো নিজেই। আর্জেন্টাইন তারকা মেসি তাঁর চেয়ে ভালো ফুটবলার নন, আবারও মনে করিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো। সেইসঙ্গে, অন্যদের কথায় তিনি পাত্তা দেন না বলেও জানিয়ে দিয়েছেন।

মেসির তুলনায় যে তিনিই সেরা, এই কথা রোনাল্ডো একাধিকবার বলেছেন। ক্যারিয়ারের শেষ ধাপে এসেও রোনাল্ডো একই কথা বলছেন। পিয়ার্স মরগ্যানকে দেওয়া একটি সাক্ষাৎকারে রোনাল্ডো আবার সেই কথা বলেন। 

মেসি তাঁর চেয়ে সেরা, এই মতামত তিনি কখনোই মেনে নেবেন না। তিনি এতটা বিনয়ী হতে চান না। অন্যরা যা খুশি বলতে পারে। তিনি সেইসব বিষয়ে পাত্তা দেন না বলে জানান পর্তুগিজ এই কিংবদন্তি। বিশ্বকাপ জয় কোনও ফুটবলারের দক্ষতা পরিমাপের সঠিক মাপকাঠি নয় বলেও ক্রিশ্চিয়ানো যোগ করেন।

মেসি মোট ৮৯০টি গোল করেছেন

৪০ বছর বয়সী রোনাল্ডো ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা একজন গোলদাতা। পেশাদার ক্যারিয়ারে ৯৫০টি গোল করা রোনাল্ডো পর্তুগালের হয়ে ১৪৩টি গোল করেছেন। বর্তমানে সৌদি প্রো লিগ ক্লাব আল নাসেরের ফুটবলার রোনাল্ডোর লক্ষ্য হল, আগামী বছরের বিশ্বকাপ এবং হাজার ক্যারিয়ার গোল। গত ২০২২ সালে, আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করা মেসি মোট ৮৯০টি গোল করেছেন। তার মধ্যে ১১৪টি গোল আর্জেন্টিনার জার্সিতে।

পরিসংখ্যান বলছে, মোট পাঁচটি বিশ্বকাপে ২২টি ম্যাচ খেলে রোনাল্ডো আটটি গোল করেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?