Igor Stimac: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্যর্থতা, বরখাস্ত ইগর স্টিম্যাচ

Published : Jun 17, 2024, 08:27 PM ISTUpdated : Jun 17, 2024, 09:14 PM IST
image of indian coach igor stimac

সংক্ষিপ্ত

ভারতীয় ফুটবলে ফের বদল আসছে। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্যর্থতার জেরে কঠোর পদক্ষেপ নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

ভারতের সিনিয়র পুরুষ দলের প্রধান কোচ ইগর স্টিম্যাচকে বরখাস্ত করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সোমবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল এআইএফএফ। ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় রাউন্ডে যেতে ব্যর্থ হয়েছে ভারতীয় দল। শেষ ম্যাচে কাতারের বিরুদ্ধে অবশ্য রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হয়েছেন গুরপ্রীত সিং সান্ধু, রাহুল ভেকেরা। সেই ম্যাচ নিয়ে ফুটবল দুনিয়ায় বিতর্ক তৈরি হয়েছে। কাতারের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় দল। কিন্তু এরপরেই স্টিম্যাচকে ছেঁটে ফেলল এআইএফএফ। ২০১৯ সালের ১৫ মে ভারতীয় দলের দায়িত্ব নেন স্টিম্যাচ। তিনি স্টিফেন কনস্টানটাইনের পরিবর্তে ভারতের সিনিয়র পুরুষ দলের প্রধান কোচ হন। স্টিম্যাচের কোচিংয়ে দু'বার সাফ চ্যাম্পিয়নশিপ এবং একবার করে ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং ত্রিদেশীয় সিরিজ জিতেছে ভারত।

কে হবেন ভারতীয় দলের নতুন কোচ?

স্টিম্যাচকে ছাঁটাই করার কথা জানিয়ে সরকারিভাবে এক বিবৃতিতে এআইএফএফ জানিয়েছে, ‘২০২৬ সালের ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সিনিয়র পুরুষ জাতীয় দলের হতাশাজনক পারফরম্যান্সের ফলেই সদস্যরা সবাই একমত হয়েছেন, দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন নতুন প্রধান কোচকে নিয়োগ করাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। এআইএফএফ সেক্রেটারিয়েটের পক্ষ থেকে স্টিম্যাচকে বরখাস্তের নোটিস পাঠানো হয়েছে। তাঁকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।’ স্টিম্যাচের পরিবর্তে কাকে নতুন কোচ হিসেবে নিয়োগ করা হবে, সে বিষয়ে অবশ্য কিছু জানায়নি এআইএফএফ।

স্টিম্যাচের কোচিংয়ে মাঝারি মানের পারফরম্যান্স ভারতের

স্টিম্যাচের কোচিংয়ে ভারতীয় দল ৫৩ ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় এসেছে ১৯ ম্যাচে, ড্র হয়েছে ১৪ ম্যাচ এবং হার ২০ ম্যাচে। ভারতের জয় ৩৫.৮ শতাংশ ম্যাচে। এর মধ্যে ভারতীয় দল ৭১ গোল করেছে এবং ৭৬ গোল হজম করেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

East Bengal: কলকাতা লিগের প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গলের, কেমন হল প্রথম দিনের অনুশীলন?

Kolkata Derby: আইএসএল-এর আগেই জোড়া কলকাতা ডার্বি? উত্তেজনায় ফুটছেন সমর্থকরা

East Bengal: ইস্টবেঙ্গলের গ্রিক কানেকশন, আইএসএল-এর সর্বাধিক গোলদাতাকে ছিনিয়ে নিল লাল-হলুদ

PREV
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?