ISL: চলতি আইএসএল-এর মাঝে আবার কোচ ছাঁটাই! এবার কোন ক্লাব নিল এই কঠিন সিদ্ধান্ত?

আবার কোচ ছাঁটাই।

তাই দলের হেড কোচ মিকায়েল স্টাহরে, সহকারী কোচ বিয়র্ন ওয়েস্ট্রোম এবং ফ্রেডেরিকো পেরেরা মোরাইসকে ছাঁটাই করছে কেরালা ব্লাস্টার্স। খুব তাড়াতাড়িই নতুন কোচের নাম জানা যাবে বলে সূত্রের খবর। আপাতত রিজার্ভ দলের কোচ এবং ইউথ ডেভেলপমেন্টের প্রধান থমাস থুশ এবং সহকারী কোচ টি.জি. পুরুষোত্তমন নতুন কোচ আসা পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন।

কেরালা ব্লাস্টার্স এফসির সঙ্গে কাজ করার জন্য মিকায়েল স্টাহরে, বিয়র্ন এবং ফ্রেডেরিকোকে ক্লাবের তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। আসলে আইএসএল-এ ধারাবাহিক ব্যর্থতার জেরেই স্টাহরেকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল।  

Latest Videos

প্রসঙ্গত, গত ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে ৩-২ গোলে এগিয়ে থেকেও পরাজিত হয় তারা। শেষ মুহূর্তের দুটি গোল কার্যত, ব্লাস্টার্সের পরাজয় নিশ্চিত করে দেয়। দলের খারাপ পারফরম্যান্সের জন্য ক্ষোভ বাড়ছিল সমর্থকদের মধ্যেও। এমনকি, খারাপ পারফরম্যান্স চলতে থাকলে কেরালা ব্লাস্টার্সের পরবর্তী হোম ম্যাচে ড্রাম বাজানো এবং দলের সমর্থনে স্লোগান দেওয়া থেকে বিরত থাকারও হুঁশিয়ারি দিয়েছিলেন সমর্থকরা।

আর চলতি মরশুমে ১২টি ম্যাচে মাত্র ৩টিতে জয় পায় তারা। উল্টে ৭টিতে হেরেছে কেরালা। দুটি ম্যাচ ড্র হয়েছে। পয়েন্ট তালিকায় ১১ পয়েন্ট নিয়ে বর্তমানে দশম স্থানে রয়েছে দলটি। গত মরশুম পর্যন্ত ব্লাস্টার্সের কোচ ছিলেন ইভান ভুকোমানোভিচ। তবে নতুন কোচ আসার পর, আগামী ২০২৬ সাল পর্যন্ত স্টাহরের সাথে চুক্তি ছিল ব্লাস্টার্সের। আইএসএল-এর ইতিহাসে প্রথম সুইডিশ কোচ ছিলেন মিকায়েল স্টাহরে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

পুকুর থেকে যুবকের নিথর দেহ উদ্ধার! হাড়হিম করা দৃশ্য Rishra-এ! | Hooghly News Today
মোদী-মমতাকে একযোগে আক্রমণ অধীরের #shorts #adhirranjanchowdhury #mamatabanerjee #narendramodi
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
ঝোপের মধ্যে রাখা ব্যাগে তাজা...ঘাড় ধরে নিয়ে গেল বাসন্তী থানার পুলিশ | Basanti News | Bangla News