লিগ টেবিলে তো সিটির থেকেও পিছনে! তাহলে কোন পথে জয় ছিনিয়ে আনল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড?

Published : Dec 16, 2024, 04:27 PM ISTUpdated : Dec 16, 2024, 04:30 PM IST
Manchester United vs Manchester City

সংক্ষিপ্ত

ফুটবল এমন একটা খেলা, যেখানে শেষ বাঁশি বাজা না পর্যন্ত কিচ্ছু বলা সম্ভব নয়। 

রবিবাসরীয় ম্যাঞ্চেস্টার ডার্বি আরও একবার সেই কথাটা বুঝিয়ে দিয়ে দিল। ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড পিছিয়ে। কিন্তু তারপরই খেলা পুরো ঘুরিয়ে দিল রেড ডেভিলরা।

সিটির ঘরের মাঠ, এতিহাদ স্টেডিয়ামে ২-১ গোলে জিতল তারা। গোল করে ইউনাইটেডের নায়ক কার্যত আমাদ দিয়ালো।

ফলে, একটি ম্যাচ বেশি খেলে লিগ শীর্ষে থাকা লিভারপুলের থেকে পুরো নয় পয়েন্টে পিছিয়ে পড়ল সিটি। মোট ১৬টি ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে তারা। ফলে, টানা পাঁচবার লিগ জয়ের আশা কার্যত শেষ তাদের জন্য। অন্যদিকে, ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে রয়েছে ম্যান ইউ।

এমনিতে ম্যাঞ্চেস্টার ডার্বি বরাবরই একটা সম্মানের লড়াই। তাই এই হাইভোল্টেজ ম্যাচটির দিকে তাকিয়ে থাকেন আপামর ফুটবলপ্রেমী জনতা। এদিন খেলার প্রথমার্ধে, জোসকো গাভার্দিয়লের গোলে এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার সিটি। সেই লিড তারা ধরে রাখতে সক্ষম হয়েছিল ৮৭ মিনিট পর্যন্ত।

কিন্তু তারপর থেকেই যেন শুরু ম্যাজিক। প্রথমে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে ম্যান সিটির বক্সে ঢুকে পড়ার পর, তাঁকে ফাউল করেন রুবেন ডিয়াজ। এরপর পেনাল্টি পায় ম্যান ইউ। সেই পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ব্রুনো। আর তার ঠিক কয়েক মিনিট পর, লিসান্দ্রো মার্টিনেজের নিখুঁত পাস থেকে ম্যান সিটি গোলকিপার এডারসনকে কার্যত, বোকা বানিয়ে জয়সূচক গোলটি করেন দিয়ালো।

আর সেই সুবাদেই চূড়ান্ত উত্তেজনার এই ম্যাচে নাটকীয় জয় ছিনিয়ে নেয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

কয়েক ঘণ্টা পরেই দ্বিতীয়বার কলকাতায় পা রাখছেন মেসি, বরণ করতে তৈরি তিলোত্তমা
Lionel Messi: ম্যাজিশিয়ান আসছেন ভারতে! মেসির সঙ্গে একটি ছবি তোলার খরচ জানেন?