Futsal: সাহায্য করছে স্পেন, বাংলায় প্রথমবার স্কুল ফুটসল ডেভেলপমেন্ট লিগ

Published : Apr 26, 2025, 04:56 PM ISTUpdated : Apr 26, 2025, 05:00 PM IST
Futsal

সংক্ষিপ্ত

Aparup Futsal School: পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে এখনও কিশোর-তরুণরা সারাদিন ফুটবল নিয়ে পড়ে থাকেন। এবার তাঁদের সংগঠিত করে ফুটসল লিগ আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

School Futsal Development League in West Bengal: ছোট মাঠে দুই দলে পাঁচজন করে ফুটবলার নিয়ে খেলা। বাংলায় এই দৃশ্য অতি সাধারণ। এবার সংগঠিত উপায়ে বাংলার অতি পরিচিত এই খেলার উন্নতির লক্ষ্যে চালু হচ্ছে স্কুল ফুটসল ডেভেলপমেন্ট লিগ (School Futsal Development League)। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে স্কুলের শিশুদের নিয়ে এই লিগ আয়োজন করা হচ্ছে। মূল আয়োজক অপরূপ ফুটসল স্কুল। সাহায্য করছে স্পেনের লিগা ন্যাসিওনাল ডে ফুটসল সালা (Liga Nacional de Futbol Sala)। শিশুদের খেলার মাধ্যমে উন্নতির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে অপরূপ ফুটবল স্কুলের কর্ণধার এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) ম্যাচ রেফারি অপরূপ চক্রবর্তী বলেছেন, ‘আমরা এআইএফএফ ব্লু কাবস প্রকল্পকে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে চাইছি। শিশুদের বিনামূল্যে খেলা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। ৮ থেকে ১২ বছর বয়সি শিশুদের এই লিগের সঙ্গে যুক্ত করাই আমাদের লক্ষ্য। আমরা চাইছি যত বেশি সম্ভব শিশু এই লিগের সঙ্গে যুক্ত হোক।’

বাংলায় বাড়ছে ফুটসলের জনপ্রিয়তা

অপরূপ একক উদ্যোগে ২০১৪ সাল থেকে ফুটসল লিগ চালাচ্ছেন। ঘাসের মাঠের বদলে অ্যাস্ট্রোটার্ফে ফুটসল আয়োজন করা হচ্ছে। শিশু-কিশোররা যাতে উন্নত পরিকাঠামো, পর্যাপ্ত সুযোগ-সুবিধা পায়, সেটা নিশ্চিত করার চেষ্টা করছেন অপরূপ। তিনি জানিয়েছেন, ‘স্কুল ফুটসল ডেভেলপমেন্ট লিগ আইএফএ অনুমোদিত ইভেন্ট। এর অর্থ হল, যে প্রতিভাবান শিশুরা এই লিগে যোগ দিচ্ছে, তারা এরপর নির্দিষ্ট পথে এগিয়ে যেতে পারবে। ওরা সংগঠিতভাবে খেলার সুযোগ পাবে। এই উদ্যোগে পাশে আছে স্লাম সকার ও ঝিলম ফাউন্ডেশন। তাদের বিশেষ ধন্যবাদ।’ ফুটসলের পাশাপাশি গত কয়েক বছর ধরে স্লাম সকার নিয়েও কাজ করছেন অপরূপ। তাঁর লক্ষ্য, ভারতীয় দল ফুটসল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করুক এবং ফুটবলের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আইএসএল চালু হওয়ার পর এখন ফুটবলাররা আগের চেয়ে অনেক বেশি টাকা পাচ্ছেন। অপরূপের আশা, ফুটসলও বাংলা তথা সারা ভারতে জনপ্রিয় হবে উঠবে এবং পেশাদার ফুটসল লিগ চালু হবে।

বাংলায় ফুটসলের উন্নতিতে সাহায্য করছে স্পেন

স্পেনের ফুটসল লিগের প্রেসিডেন্ট হেভিয়ের লজানো জানিয়েছেন, তাঁরা প্রোইন্ডিয়া স্কুল ফুটসল ডেভেলপমেন্ট লিগের (Proindia School Futsal Development League) সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত। সারা বাংলায় শতাধিক সরকারি স্কুল এই লিগের সঙ্গে যুক্ত হচ্ছে। এক লক্ষেরও বেশি শিশু ফুটসল লিগে খেলতে তৈরি। ওদের উন্নত পরিকাঠামোয় খেলার সুযোগ দেওয়া হচ্ছে। অপরূপ ফুটসল স্কুলে টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে যোগ দিয়েছেন ভারতের জাতীয় পুরুষ ও মহিলা ফুটসল দলের প্রধান কোচ জোশুয়া ভাজ। তিনি বলেছেন, ‘কিছু বাধা থাকলেও, ফুটসলের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করে চলেছেন অপরূপ। ফুটসলের মাধ্যমে বাংলার জেলাগুলিতে নতুন পরিচিতি পাবে এআইএফএফ ব্লু কাবস। আমি জানি, পরিকাঠামো নিয়ে অনেক সমস্যা হবে। সবসময় ফিফার ফুটসল সংক্রান্ত নিয়ম মানা সম্ভব হবে না। তবে এত শিশুর যুক্ত হওয়া গ্রাসরুট ফুটবলের প্রচার ও উন্নতিতে সাহায্য করতে পারে।’

কীভাবে চলবে স্কুল ফুটসল ডেভেলপমেন্ট লিগ?

অপরূপ জানিয়েছেন, স্কুল ফুটসল ডেভেলপমেন্ট লিগের প্রথম রাউন্ডে প্রতিটি স্কুলে ক্লাস ও সেকশনের মধ্যে প্রতিযোগিতা হবে। এআইএফএফ-এর নিয়ম মেনে এই প্রতিযোগিতা হবে। লিগ ম্যাচের পর নক-আউট পর্বের লড়াই হবে। এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান ফুটবলারদের বেছে নেওয়া হবে। এর জন্য স্কাউটিং করা হবে এবং ফুটবল অ্যানালিটিক্সের সাহায্য নেওয়া হবে। দ্বিতীয় রাউন্ডে প্রতিটি স্কুল থেকে সেরা ২৫ জন শিশুকে বেছে নিয়ে এলিট অনূর্ধ্ব-১৩ দল গঠন করা হবে। আইএফএ ও এআইএফএফ এই উদ্যোগে সাহায্য করছে। আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত জানিয়েছেন, তিনি এই উদ্যোগে সামিল হতে পেরে আনন্দিত। আইএফএ-র পক্ষ থেকে স্কাউটিংয়ের ব্যবস্থা করা হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?