Mamata Banerjee: 'ডায়মন্ড হারবারকে দেখে শিখুন,' ইস্টবেঙ্গল কর্তাদের পরামর্শ মুখ্যমন্ত্রীর

Published : Apr 24, 2025, 10:39 PM ISTUpdated : Apr 24, 2025, 10:56 PM IST
East Bengal

সংক্ষিপ্ত

East Bengal FC: চলতি মরসুমে কোনও টুর্নামেন্টেই সাফল্য পায়নি ইস্টবেঙ্গলের সিনিয়র পুরুষ ফুটবল দল। বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের তথ্যচিত্র উদ্বোধনে এসে সে কথা স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Mamata Banerjee on East Bengal FC: সাফল্য কীভাবে পেতে হয়, তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্লাব ডায়মন্ড হারবার এফসি-র (Diamond Harbour FC) কাছ থেকে শিখতে হবে ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal Club) কর্তাদের। বৃহস্পতিবার রবীন্দ্র সদনে 'শতবর্ষের ইস্টবেঙ্গল' তথ্যচিত্র উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি এই অনুষ্ঠানে ইন্ডিয়ান উইমেনস লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল দলের প্রশংসা করেন। লাল-হলুদের মহিলা দলকে বিশেষ ট্রফি এবং ৫০ লক্ষ টাকা পুরস্কার দেন মুখ্যমন্ত্রী। তিনি মহিলাদের খেলায় উৎসাহের কথা বলেন। কিন্তু ইস্টবেঙ্গলের সিনিয়র পুরুষ ফুটবল দল যেভাবে ব্যর্থ হচ্ছে, তাতে যে তিনি খুশি নন, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি চাইছেন মহিলা দলের মতো ইস্টবেঙ্গলের পুরুষ দলও সাফল্য পাক। এদিন সেই পরামর্শই দিয়েছেন।

ইস্টবেঙ্গল কর্তাদের কী বার্তা মুখ্যমন্ত্রীর?

লাল-হলুদ কর্তাদের মুখ্যমন্ত্রী বলেন, 'শুধু টাকা ঢাললে হবে না। বুদ্ধি করে দলটা তৈরি করতে হবে। নীতুদাকে বলছিলাম, আপনারা দলটা ভাল করে করছেন না কেন? ডায়মন্ড হারবারকে দেখে শিখুন। ওদের দেখে বুঝুন, কেমন বুদ্ধি খাটিয়ে দল গড়েছে। ইস্টবেঙ্গলের কর্তারাও আগে থেকে ভাবুন, কাদের নেবেন। এক বছর ধরে পরিকল্পনা করুন। কঠোর সিদ্ধান্ত নিন। আগামী বছর যেন আর ব্যর্থতা না আসে।'

ইনভেস্টরের সঙ্গে সহযোগিতার বার্তা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর উদ্যোগেই ইনভেস্টর পেয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু তারপরেও আইএসএল-এ সাফল্য আসছে না। এতে খুশি নন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, 'আমার একটা ক্ষোভ আছে। ইমামি ক্লাবকে অনেক সাহায্য করছে। কিন্তু এগোতে গেলে ভালো ফুটবলার লাগে। এখানেই আমি ক্লাবকে বলব, আপনারা সঠিক পরামর্শ না দিলে ওঁরা এগোবেন কী করে? সবচেয়ে কষ্ট পাচ্ছেন তো সমর্থকেরা। ক্লাবকর্তাদেরও এগোতে হবে। আমার মনে হয় না ইমামি সাহায্য করছে না। ওরা তো টাকা দিচ্ছে। কিন্তু তার বদলে ওদের ট্রফিটা তো দিতে হবে। অন্তত সেই চেষ্টা করতে হবে।' মুখ্যমন্ত্রীর এই বার্তার পর আগামী মরসুমে ইস্টবেঙ্গল কর্তারা কেমন দল গড়েন, সেদিকে তাকিয়ে সদস্য-সমর্থকরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?