প্যারিস সাঁ জা ছেড়ে কি সত্যিই আগামী মরসুমে পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরতে চলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি? তাঁর মন্তব্য কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। ফলে আশা বাড়ছে বার্সা সমর্থকদের।
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা তৈরি হতেই কি তাঁর পরিবারে মতানৈক্য তৈরি হয়েছে? বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার সঙ্গে মেসির বাবা জর্জের সম্পর্ক একেবারেই ভালো নয়। বার্সা প্রেসিডেন্টকে আক্রমণ করেছেন মেসির ভাই ম্যাতিয়াসও। তাঁর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মেসির ভাই বলেছেন, ‘ক্যাম্প ন্যু-তে যদি একাধিক রদবদল করা হয়, তাহলেই সেখানে ফিরবেন লিওনেল মেসি। বার্সেলোনার বর্তমান প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তাকে সরিয়ে দিতে হবে। নতুন প্রেসিডেন্ট হিসেবে কাউকে নিয়োগ করতে হবে। লাপোর্তা আমাদের বিশ্বাসঘাতক বলেছিলেন। কিন্তু তাঁর এই মন্তব্যের কোনও প্রতিবাদ জানাননি সমর্থকরা।’ মেসির ভাইয়ের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই শুরু হয়েছে। মেসি অবশ্য বিবৃতি জারি করে বলেছেন, ম্যাতিয়াসের মন্তব্য তাঁর ব্যক্তিগত। এই মন্তব্যের সঙ্গে একমত নন মেসি। এরপরেই আর্জেন্টিনার অধিনায়কের পুরনো ক্লাবে প্রত্যাবর্তন নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
মেসির পক্ষ থেকে বিবৃতি জারি করেছেন টনি হুয়ানমার্তি। তাঁর ট্যুইট, ‘ম্যাতিয়াসের মন্তব্য একান্তই তাঁর ব্যক্তিগত। মেসির ঘনিষ্ঠ মহলে যাঁরা আছেন তাঁদের মতামত এটা নয়। মেসি এই মন্তব্যের সঙ্গে একমত নন। এই মন্তব্যে বার্সা বিস্মিত। তারা আশ্বাস দিয়েছে, এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাইছে না।’
চলতি মরসুম পর্যন্ত পিএসজি-র সঙ্গে চুক্তি আছে মেসির। তাঁর সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা করছে পিএসজি ম্যানেজমেন্ট। কিন্তু এখনও পর্যন্ত নতুন চুক্তি করার ব্যাপারে রাজি হননি মেসি। তিনি পিএসজি-তে আর থাকবেন না বলে জল্পনা চলছে। একইসঙ্গে তাঁর বার্সায় ফেরার জল্পনাও সমানতালে চলছে। পিএসজি-র সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন মেসি। ফলে তাঁকে দলে নিতে হলে বার্সাকে ট্রান্সফার ফি দিতে হবে না। ফ্রি এজেন্ট হিসেবেই পুরনো দলে যোগ দিতে পারেন মেসি।
এরই মধ্যে বুধবার ফ্রেঞ্চ কাপ কোয়ার্টার ফাইনালে মার্সেইয়ের কাছে ১-২ গোলে হেরে গিয়েছে পিএসজি। এই ম্যাচে গোল পাননি মেসি। এক দশকেরও বেশি সময় পরে ঘরের মাঠে পিএসজি-র বিরুদ্ধে জয় পেল মার্সেই। কাতারের ইনভেস্টর পিএসজি-র দায়িত্ব নেওয়ার পর থেকে শক্তিশালী হয়ে উঠেছে দল। ফ্রান্সের অন্য ক্লাবগুলি পিছিয়ে পড়েছে। কিন্তু অভাবনীয়ভাবে মার্সেইয়ের কাছে হেরে গেলেন মেসিরা। এই ম্যাচের ফলে উচ্ছ্বসিত মার্সেই শিবির। অন্যদিকে, ম্যাচ হেরে হতাশ পিএসজি শিবির।
আরও পড়ুন-
যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে, উরুগুয়ে
আর্থিক কেলেঙ্কারির অভিযোগ, ইপিএল থেকে অবনমিত হতে পারে ম্যাঞ্চেস্টার সিটি
মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা চলছে, জানালেন পিএসজি-র স্পোর্টিং অ্যাডভাইজার