ক্লাব ফুটবলে নতুন নজির, ৭০০ গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশেই লিওনেল মেসি
আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে দলের হয়ে সব বড় প্রতিযোগিতাতেই চ্যাম্পিয়ন হয়েছেন লিওনেল মেসি। বেশিরভাগ ব্যক্তিগত নজিরও তাঁর ঝুলিতে। এবার আরও একটি নজির গড়লেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ক্লাব ফুটবলে ৭০০ গোল হয়ে গেল তাঁর।
ক্লাব ফুটবলে ৭০০ গোলের নজির আগেই গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার লিওনেল মেসিরও ক্লাব ফুটবলে ৭০০ গোল হয়ে গেল।
ফরাসি লিগ ওয়ানের গুরুত্বপূর্ণ ম্যাচে মার্সেইয়ের বিরুদ্ধে ৩-০ জয় প্যারিস সাঁ জা-র
কিলিয়ান এমবাপের জোড়া গোল ও মেসির গোলের সুবাদে ফ্রান্সের লিগ ওয়ানের ম্যাচে মার্সেইকে ৩-০ উড়িয়ে দিয়েছে প্যারিস সাঁ জা। চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ, এই মুহূর্তে লিগ শীর্ষে পিএসজি আর দ্বিতীয় স্থানে মার্সেই।
বার্সেলোনার হয়ে ৬৭২ গোল লিওনেল মেসির, কোনও একটি ক্লাবের হয়ে একজন ফুটবলারের সবচেয়ে বেশি গোলের রেকর্ড মেসিরই
বার্সেলোনার হয়ে খেলেই মেসির কেরিয়ারের সিংহভাগ সাফল্য। স্পেনের এই ক্লাবের হয়ে তিনি ৬৭২ গোল করেছেন। অন্য কোনও ফুটবলার একটি ক্লাবের হয়ে এত গোল করতে পারেননি।
বিভিন্ন দেশের লিগে খেলে ক্লাব ফুটবলে ৭০০ গোলের নজির গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
স্পোর্টিং লিসবন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে খেলে ক্লাব ফুটবলে ৭০০ গোলের নজির গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লিওনেল মেসির মতো কোনও একটি ক্লাবের হয়ে এত গোল নেই রোনাল্ডোর।
আর্জেন্টিনাকে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিতিয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জিতেছেন ইউরো কাপ
দেশের হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেয়ে লিওনেল মেসির সাফল্য বেশি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছেন মেসি। তিনি বিশ্বকাপ ও কোপা আমেরিকায় রানার্সও হয়েছেন। রোনাল্ডো পর্তুগালের হয় একবার ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছেন।