বিশ্বের অন্যতম সুন্দরী ফুটবলার, সোশ্যাল মিডিয়া সেনসেশন আলিশা লেম্যান
বয়স ২৪ বছর, খেলেন স্ট্রাইকার হিসেবে। সুইৎজারল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলছেন ২০১৭ থেকে। ইংল্যান্ডের ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, এভার্টন হয়ে এখন খেলছেন অ্যাস্টন ভিলার হয়ে। তবে ফুটবল দক্ষতার চেয়েও আলিশা লেম্যানের সৌন্দর্য নিয়েই বেশি আলোচনা চলছে।
সোশ্যাল মিডিয়ায় সুইস মহিলা ফুটবলার আলিশা লেম্যানের ফলোয়ার সংখ্যা কয়েক কোটি
মহিলা ফুটবলারদের মধ্যে অন্যতম জনপ্রিয় আলিশা লেম্যান। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার সংখ্যা অনেক পুরুষ ফুটবলারের চেয়েই বেশি।
সুইৎজারল্যান্ডের জাতীয় দলের হয়ে ৩৬ ম্যাচ খেলে ৭ গোল করেছেন আলিশা লেম্যান
২০১৭ সালের অক্টোবরে সুইৎজারল্যান্ডের সিনিয়র দলের হয়ে প্রথম ম্যাচ খেলার সুযোগ পান আলিশা লেম্যান। ২০১৮ সালে ফিনল্যান্ডের বিরুদ্ধে তিনি সিনিয়র দলের হয়ে প্রথম গোল করেন।
২০২১ থেকে ইংল্যান্ডের ক্লাব অ্যাস্টন ভিলার মহিলা দলের হয়ে খেলছেন আলিশা লেম্যান
অ্যাস্টন ভিলার মহিলা দলের হয়ে এখনও পর্যন্ত ৩৪ ম্যাচ খেলেছেন আলিশা লেম্যান। এই ক্লাবের হয়ে তাঁর গোলসংখ্যা ৩।
২০১৬ থেকে পেশাদার ফুটবলার হিসেবে খেলছেন আলিশা লেম্যান, ইংল্যান্ডেই বেশিরভাগ সময় খেলেছেন
সুইৎজারল্যান্ডের একটি ক্লাবের হয়ে পেশাদার ফুটবলার হিসেবে খেলা শুরু করলেও, পরবর্তীকালে ইংল্যান্ডের ক্লাব ওয়েস্টহ্যাম ইউনাইটেড, এভার্টনের হয়ে খেলেছেন আলিশা লেম্যান। এখন খেলছেন অ্যাস্টন ভিলার হয়ে।
ব্যক্তিগত জীবন নিয়ে লুকোছাপা নেই, প্রকাশ্যে নিজেকে উভকামী হিসেবে ঘোষণা করেছেন আলিশা লেম্যান
আলিশা লেম্যান প্রথমে জাতীয় দলের সতীর্থ র্যামোনা বাখম্যানের সঙ্গে সম্পর্কে জড়ান। সেই সময় তিনি নিজেকে সমকামী বলে পরিচয় দিতেন। পরবর্তীকালে অ্যাস্টন ভিলার পুরুষ দলের ফুটবলার ডগলাস লুইজের সঙ্গে আলিশার সম্পর্কের কথা জানা যায়।
ইনস্টাগ্রামে আলিশা লেম্যানের ফলোয়ার সংখ্যা ১ কোটি ১৯ লক্ষেরও বেশি
সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড জনপ্রিয় আলিশা লেম্যান। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ১ কোটি ২০ লক্ষ।
টিকটকেও প্রবল জনপ্রিয় আলিশা লেম্যান, এই অ্যাপে তাঁর ফলোয়ার সংখ্যা ৬৫ লক্ষেরও বেশি
ইনস্টাগ্রামের মতোই টিকটকেও নিয়মিত ভিডিও শেয়ার করেন আলিশা লেম্যান। সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা বেড়ে চলেছে।
আলিশা লেম্যান অবশ্য জানিয়েছেন, তিনি একজন ফুটবলার হিসেবেই বেশি পরিচিত হয়ে উঠতে চান
আলিশা লেম্যানের খেলার চেয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা নিয়েই বেশি চর্চা হয়। এতে খুব একটা খুশি নন এই তারকা। তিনি চান প্রকৃত ফুটবলার হিসেবেই বেশি পরিচিতি হোক।
সোশ্যাল মিডিয়ায় আলিশা লেম্যানের অনেক ফলোয়ার জানেনই না তিনি ফুটবলার
আলিশা লেম্যান জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারদের অনেকে জানেন না তিনি পেশাদার ফুটবলার। অনেকেই খেলার বাইরে অন্য ছবি বা ভিডিও শেয়ার করার আবদার করেন।
ফুটবল মাঠে আরও ভালো পারফরম্যান্স দেখানোই লক্ষ্য, জানিয়েছেন আলিশা লেম্যান
আলিশা লেম্যান জানিয়েছেন, মেয়েরাও যে ফুটবল খেলতে পারে, সেটা সারা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরাই তাঁর লক্ষ্য। তিনি যে ভালো ফুটবলার, সেটা প্রমাণ করে দিতে চান।