কাতার বিশ্বকাপ ফাইনালের পর থেকেই বিশ্ব ফুটবলে বিতর্কিত চরিত্র আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। অশালীন আচরণ, কিলিয়ান এমবাপেকে ব্যঙ্গ, বারবার বিতর্কে জড়িয়েছেন এমিলিয়ানো।
ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে ব্যঙ্গ করেছেন, আক্রমণ করেছেন। কিন্তু তাঁর সঙ্গে শত্রুতা নেই বলে জানালেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। তিনি বলেছেন, 'এমবাপের সঙ্গে আমার কোনও শত্রুতা নেই। আমি ওকে শ্রদ্ধা করি। এমবাপে, নেইমার বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বলেই দর্শকরা ওদের নিয়ে গান বাঁধে। কাতার বিশ্বকাপ ফাইনালের পর আমি এমবাপেকে বলি, ওর বিরুদ্ধে খেলে খুব ভালো লেগেছে। ও একাই ফ্রান্সকে জিতিয়ে দিচ্ছিল। আমাকে স্বীকার করতেই হবে, ও অত্য়ন্ত প্রতিভাবান ফুটবলার। লিওনেল মেসি যখন অবসর নেবে, তখন এমবাপে নিশ্চয়ই অনেক ব্যালন ডি'অর খেতাব জিতবে।' বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর এমবাপের মুখের আদলে তৈরি পুতুল নিয়ে ব্যঙ্গ করেছিলেন কেন? এমিলিয়ানো জানালেন, 'আমি দু'মিনিটের জন্য ওই পুতুল হাতে রেখেছিলাম, তারপর সেটা দূরে ছুড়ে ফেলে দিই। আমি কীভাবে এমবাপেকে ব্যঙ্গ করব? ও আমাদের বিরুদ্ধে ৪ গোল করে। ফাইনালে ৪ গোল! ও নিশ্চয়ই ভাবছিল, আমি ওর খেলনা পুতুল! এমবাপের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে।'
কাতার বিশ্বকাপের সেরা গোলকিপার হিসেবে গোল্ডেন গ্লাভ পুরস্কার পাওয়ার পর মাঠেই অশালীন আচরণ করেন এমিলিয়ানো। এরপর ড্রেসিংরুমে ফিরে এমবাপেকে ব্যঙ্গ করেন তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে আর্জেন্টিনার গোলকিপার বলেছেন, 'ওটা ড্রেসিংরুমের ব্যাপার। এটা বাইরে আসা উচিত নয়। ২০১৮ সালের বিশ্বকাপে ফ্রান্স যখন আমাদের হারায়, তারপর ওরা মেসিকে ব্যঙ্গ করে। এন'গোলো কঁতেও মেসিকে ব্যঙ্গ করে। একইভাবে কোনও দল যখন ব্রাজিলের বিরুদ্ধে জয় পায় তখন তারা নেইমারকে ব্যঙ্গ করে গান বাঁধে।'
আর্জেন্টিনার গোলকিপার আরও জানিয়েছেন, বিশ্বকাপ ফাইনালের পর তিনি যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন, তা থেকে বিরত থাকতে বলেছিলেন মেসি। এ ব্যাপারে এমিলিয়ানো বলেছেন, ‘আমি এভাবে উল্লাসে মেতে ওঠার জন্য এখন আক্ষেপ করছি। ভবিষ্যতে আর কখনও এভাবে আনন্দ করব না। কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। কেরিয়ারের শুরু থেকেই আমি ফরাসিদের সঙ্গে খেলেছি। ওদের সঙ্গে কখনও আমার সমস্যা হয়নি। আমি মানুষ হিসেবে কেমন সেটা অলিভিয়ের জিরুকে জিজ্ঞাসা করলেই জানা যাবে। আমি ফরাসিদের সংস্কৃতি ও মানসিকতা পছন্দ করি। আমি সেরা গোলকিপারের পুরস্কার পাওয়ার পর যে আচরণ করি সেটা আমার সতীর্থদের সঙ্গে মজা করার জন্যই করেছিলাম। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পরেও এরকম আচরণ করেছিলাম। লিও-সহ দলের সবাই আমাকে এরকম করতে বারণ করেছিল।’
আরও পড়ুন-
বার্সা প্রেসিডেন্টকে নিয়ে ভাইয়ের বিতর্কিত মন্তব্যের সঙ্গে একমত নন, বার্তা মেসির
যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে, উরুগুয়ে
লিওনেল মেসির জার্সি উপহার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর