বার্সেলোনায় ফেরার জল্পনার মধ্যেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামছেন মেসি

প্যারিস সাঁ জা-য় কি মন বসাতে পারছেন না লিওনেল মেসি? অর্থ না আবেগ কোনটাকে বেছে নেবেন আর্জেন্টিনার অধিনায়ক? ইউরোপের ফুটবল মহলে তাঁর দলবদল নিয়ে জোর জল্পনা চলছে।

Web Desk - ANB | Published : Feb 13, 2023 10:41 AM IST

মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ১৬-এর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে প্যারিস সাঁ জা। উরুর চোটের জন্য এই ম্যাচে কিলিয়ান এমবাপেকে পাচ্ছে না পিএসজি। তবে হ্যামস্টিংয়ের চোট সারিয়ে খেলতে পারবেন লিওনেল মেসি। নেইমার জুনিয়রও খেলতে পারবেন। সম্প্রতি পিএসজি-র পারফরম্যান্স খুব একটা ভালো নয়। গত ১০ ম্যাচের মধ্যে ৪টিতেই হেরে গিয়েছে মেসি-এমবাপে-নেইমারের দল। আক্রমণ নিয়ে তেমন কোনও সমস্যা না থাকলেও, দলের রক্ষণ নিয়ে চিন্তায় পিএসজি কোচ ক্রিস্টোফ গ্যালটিয়র। গত ১০ ম্যাচে তাঁর দল ১১ গোল খেয়েছে। সার্জিও র‍্যামোসের মতো অভিজ্ঞ ডিফেন্ডার দলে থাকা সত্ত্বেও পিএসজি কীভাবে প্রতি ম্যাচেই গোল হজম করছে সেটা নিয়েই ভাবতে হচ্ছে কোচকে। তিনি যথেষ্ট চাপে। দলে এতজন তারকা থাকার পরেও ফল ভালো না হওয়ায় প্রশ্নের মুখে পড়তে হচ্ছে পিএসজি কোচকে। বায়ার্ন ম্যাচ তাঁর কাছে বড় পরীক্ষা। এই ম্যাচে ভালো ফল না হলে সমস্যায় পড়তে হবে গ্যালটিয়রকে।

চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে মেসি খেলবেন ঠিকই তবে তাঁর পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনা চলছে ক্লাব ছাড়ার সম্ভাবনা নিয়ে। বার্সেলোনার একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পিএসজি আর্থিক সমস্যায় পড়েছে। গত অর্থবর্ষে সর্বাধিক যে অর্থ খরচ করতে পারত পিএসজি তার চেয়ে ৩৯০ মিলিয়ন ইউরো বেশি খরচ করে ফেলেছে। তার ফলে ম্যাঞ্চেস্টার সিটির মতোই উয়েফার শাস্তির মুখে পড়তে পারে পিএসজি। সেই কারণেই এবার খরচ কমাতে হবে এই ক্লাবকে। ফুটবলারদের বেতন ৩০ শতাংশ কমাতে হতে পারে। এই সমস্যার জন্য দল ছাড়ার ব্যাপারে আরও এগিয়ে যাচ্ছেন মেসি

Latest Videos

বার্সেলোনাও অবশ্য আর্থিক সমস্যায় আছে। বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা জানিয়েছেন, নতুন মরসুমের শুরুতে ফুটবলারদের বেতন ৭০ মিলিয়ন ইউরো কমাতে হবে। ফলে পুরনো দলে ফিরলেও মেসিকে কম অর্থে খেলতে হবে। তা সত্ত্বেও পুরনো ক্লাবে ফিরতে চান আর্জেন্টিনার অধিনায়ক। তবে তাঁর পারিবারিক সমস্যাও আছে। বার্সা প্রেসিডেন্টের সঙ্গে মেসির বাবা জর্জ ও ভাই ম্যাতিয়াসের সম্পর্ক একেবারেই ভালো নয়। প্রকাশ্যে লাপোর্তাকে আক্রমণ করেছেন জর্জ ও ম্যাতিয়াস। মেসি অবশ্য বলেছেন, তিনি ভাইয়ের সঙ্গে একমত নন। ফলে তাঁর বার্সেলোনায় ফেরার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। 

বার্সার হয়ে সব ট্রফিই জিতেছেন মেসি। কিন্তু এখনও পর্যন্ত পিএসজি-র হয়ে খুব একটা সাফল্য পাননি মেসি। এবার তিনি দলকে সাফল্য এনে দিতে চান।

আরও পড়ুন-

বার্সা প্রেসিডেন্টকে নিয়ে ভাইয়ের বিতর্কিত মন্তব্যের সঙ্গে একমত নন, বার্তা মেসির

যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে, উরুগুয়ে

লিওনেল মেসির জার্সি উপহার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচার শুভেন্দুর, দেখুন সরাসরি
'বারবার কেন হিন্দুদের উপর আক্রমণ?' জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে গর্জে উঠে যা বললেন শুভেন্দু
গেদে সিমান্তে বন্ধ ভিসা! বাংলাদেশ অশান্তিতে বিপাকে ব্যবসায়ীরা! | Nadia News Today
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার মাসাই জাতির গল্প! অনন্য থিমে নজর কাড়লো শীতলা তলা জগদ্ধাত্রী পুজো
বাঁকুড়ার তালডাংরায় নির্বাচনী প্রচারে তৃণমূলকে ঝাঁজাল আক্রমণ সুকান্তর, দেখুন কী বললেন | Sukanta M