Lionel Messi: কয়েক মাস পরেই ফের ভারতে আসছেন লিওনেল মেসি, কবে, কোথায় দেখা যাবে কিংবদন্তিকে?

সংক্ষিপ্ত

Lionel Messi in India: গত দুই দশকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি একবার ভারত সফরে এসেছিলেন। জাতীয় দলের হয়ে প্রদর্শনী ম্যাচ খেলার জন্য তিনি ফের এদেশে আসতে চলেছেন।

Lionel Messi to visit India: ভারতে ফুটবলের প্রচার ও প্রসারের লক্ষ্যে ১৪ বছর পর ফের এদেশে আসছেন আর্জেন্টিনার (Argentina) বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)। তিনি একা আসবেন না, আর্জেন্টিনার জাতীয় দলের সব সদস্যই ভারত সফরে আসবেন। চলতি বছরের অক্টোবরে কেরলে আসবে মেসি-সহ আর্জেন্টিনা দল। সেখানে এক প্রদর্শনী ম্যাচ হবে। সেই ম্যাচে মেসিদের প্রতিপক্ষ কোন দল হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। অক্টোবরের কত তারিখে ভারতে আসবে আর্জেন্টিনা দল, সে বিষয়েও কোনও তথ্য পাওয়া যায়নি। তবে মেসিদের ভারত সফর নিশ্চিত হয়ে গিয়েছে। তাঁদের এদেশে আসার বিষয়ে কোনও সংশয় নেই। মেসিদের স্বাগত জানানোর জন্য এখন থেকেই তৈরি হচ্ছেন কেরলেন ফুটবলপ্রেমীরা।

আর্জেন্টিনা দলের সঙ্গে চুক্তি এইচএসবিসি ইন্ডিয়ার

Latest Videos

বুধবার এইচএসবিসি ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের সঙ্গে চুক্তি হয়েছে। এই চুক্তির অঙ্গ হিসেবেই ভারতে ফুটবলের প্রচারে আসছেন মেসিরা। এক বিবৃতিতে এইচএসবিসি ইন্ডিয়া জানিয়েছে, ‘এই চুক্তি অনুযায়ী ২০২৫ সালের অক্টোবরে প্রদর্শন ম্যাচ খেলতে ভারত সফরে আসবে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল। এই দলে থাকবেন লিওনেল মেসি। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ও এইচএসবিসি ভারত ও সিঙ্গাপুরের জন্য নতুন করে এক বছরের চুক্তির কথা ঘোষণা করেছে। ২০২৬ সালে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের চূড়ান্ত ম্যাচগুলির আগে আর্জেন্টিনার ম্যাচগুলির জন্য চুক্তি করা হয়েছে।’

১৪ বছর পর দ্বিতীয়বার ভারতে আসছেন মেসি

২০১১ সালের ২ সেপ্টেম্বর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলে আর্জেন্টিনা। সেই ম্যাচে খেলেছিলেন মেসি। তবে তিনি গোল পাননি। নিকোলাস ওটামেন্ডির একমাত্র গোলে জয় পায় আর্জেন্টিনা। জাতীয় দলের অধিনায়ক হওয়ার পর কলকাতাতেই প্রথম ম্যাচ খেলেন মেসি। এবার তিনি কেরল থেকে কলকাতায় আসবেন কি না এখনও জানা যায়নি। কয়েকদিনের মধ্যেই হয়তো এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'২৬ হাজার চাকরি বাতিলে দায়ী মমতার সরকার', দেখুন কী বলছেন সুকান্ত-সুজন-সৌম্য
কেন যোগ্য অযোগ্য বাছাই করেন নি? এসএসসি ভবনে প্রশ্ন করেছিলেন শুভেন্দু, ভাইরাল সেই ভিডিও