মেসি ফিরলেও জয় পেল না আর্জেন্টিনা! ভেনেজুয়েলার বিরুদ্ধে ড্র, তারপর 'এলএম১০' কী বললেন?

Published : Oct 11, 2024, 02:39 PM IST
Argentina vs Venezuela

সংক্ষিপ্ত

বৃষ্টি-কাদা এবং মাঠে ফুটবল। তবে লিওনেল মেসি (Lionel Messi) আর্জেন্টিনার (Argentina) জার্সিতে খেলতে নামছেন জল, কাদা ভর্তি মাঠে? ভেনেজুয়েলার বিরুদ্ধে আটকে গিয়ে সেই মাঠকেই দায়ী করলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

বৃষ্টি-কাদা এবং মাঠে ফুটবল। তবে লিওনেল মেসি (Lionel Messi) আর্জেন্টিনার (Argentina) জার্সিতে খেলতে নামছেন জল, কাদা ভর্তি মাঠে? ভেনেজুয়েলার বিরুদ্ধে আটকে গিয়ে সেই মাঠকেই দায়ী করলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে খেলতে নামেন মেসিরা। চোট সারিয়ে মাঠে ফিরলেও দলকে জেতাতে পারলেন না তিনি। ১-১ গোলে শেষ হয়ে গেল আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা ম্যাচ। খেলা শেষে মেসি জানালেন, “জঘন্য মাঠ। পরপর দুটো পাস খেলা যাচ্ছে না। মাঠে এত জল যে, বল আটকে যাচ্ছে। এইরকম অবস্থায় খেলা বেশ কঠিন। মাঠ থেকে কোনও সাহায্য পাওয়া যায়নি। এমন একটা মাঠ দরকার ছিল যেখানে খেলা সম্ভব, খেলার মতো আবহাওয়া রয়েছে এবং বল গড়াচ্ছে। এটা কী খুব বড় চাওয়া?”

আর্জেন্টিনা আটকে গেলেও ওদিকে জিতেছে ব্রাজিল। চিলিকে ২-১ গোলে হারিয়ে দেয় তারা। খেলা শুরুর ২ মিনিটের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দেন চিলির এডুয়ার্দো ভার্গাস। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগের মুহূর্তে গোল করে সমতা ফেরান ব্রাজিলের ইগর জেসুস। জয়সূচক গোলটি আসে ম্যাচের ৮৯ মিনিটে। লুইজ এনরিখ সেই গোলটি করেন।

কিন্তু ম্যাচ ড্র হলেও আর্জেন্টিনা লিগ শীর্ষেই রয়েছে। মোট ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে মেসিরা। দ্বিতীয় স্থানে রয়েছে কলম্বিয়া। তারা ৯ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়েছে। এদিকে তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে উরুগুয়ে (১৫) এবং ব্রাজিল (১৩)। আর্জেন্টিনাকে রুখে দেওয়া ভেনেজুয়েলা রয়েছে সপ্তম স্থানে। ৯ ম্যাচে ১১ পয়েন্ট পেয়েছে তারা।

অপরদিকে, নেশনস লিগে অঘটন। ইংল্যান্ড হেরে গেছে গ্রিসের বিরুদ্ধে। ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেছেন জুড বেলিংহ্যাম। অন্যদিকে, গ্রিসের হয়ে দুটি গোল করেছেন ভ্যাঙ্গেলিস পাভ্লিডিস। ওদিকে ২-১ গোলে পরাজিত ইংল্যান্ড। অন্য ম্যাচে, ফ্রান্স ৪-১ গোলে জিতেছে ইজরায়েলের বিরুদ্ধে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Lionel Messi: ম্যাজিশিয়ান আসছেন ভারতে! মেসির সঙ্গে একটি ছবি তোলার খরচ জানেন?
সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৫: করাচি সিটির বিরুদ্ধে জয়, দেশের মান রাখল ইস্টবেঙ্গল