CFL: 'আইএফএ চূড়ান্ত নোংরামি করছে', অভিযোগ তুলে নাম প্রত্যাহার ডায়মন্ডহারবার এফসির

কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League) থেকে নাম তুলে নিল ডায়মন্ডহারবার এফসি (Diamond Harbour FC)। সদ্য আই লিগ-৩ চ্যাম্পিয়ন হওয়া দলটির অভিযোগ, কলকাতা লিগে ব্যাপক নোংরামি চলছে। আর তা করছে খোদ আইএফএ।

কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League) থেকে নাম তুলে নিল ডায়মন্ডহারবার এফসি (Diamond Harbour FC)। সদ্য আই লিগ-৩ চ্যাম্পিয়ন হওয়া দলটির অভিযোগ, কলকাতা লিগে ব্যাপক নোংরামি চলছে। আর তা করছে খোদ আইএফএ।

এমতাবস্থায় খেলা চালিয়ে যাওয়া একেবারেই সম্ভব নয়। জানা যাচ্ছে, বুধবার রাতেই নাম প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে আইএফএ-র কাছে চিঠি পাঠিয়ে দেবে ক্লাব কর্তৃপক্ষ। ডায়মন্ডহারবারের এই সিদ্ধান্তের ফলে ফের একবার স্পষ্ট হয়ে গেল, চলতি কলকাতা লিগের চ্যাম্পিয়ন হতে চলেছে ইস্টবেঙ্গল।

Latest Videos

মঙ্গলবার থেকে কলকাতা লিগ নিয়ে শুরু হয় এক নাটক। আচমকাই জানানো হয় যে, কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্সে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভূমিপুত্র খেলানোর নিয়ম ভাঙে মহামেডান। সেই নিয়মানুযায়ী, ঘরোয়া লিগের ম্যাচ চলাকালীন ৯০ মিনিট ৪ জন করে ভূমিপুত্র মাঠে থাকা বাধ্যতামূলক।

কিন্তু মহামেডানের বিরুদ্ধে অভিযোগ, তারা ইস্টবেঙ্গলর বিরুদ্ধে ম্যাচে ৯০ মিনিট চারজন ভূমিপুত্র খেলায়নি। ওই ম্যাচটি ড্র হয়েছিল। কিন্তু মঙ্গলবার মহামেডানের পয়েন্ট কেটে নিয়ে ম্যাচের তিন পয়েন্ট ইস্টবেঙ্গলকে দিয়ে দেয় আইএফএ। আর তার ফলে, চ্যাম্পিয়নের দৌড়ে থাকা ডায়মন্ডহারবারের সঙ্গে ইস্টবেঙ্গলের ৪ পয়েন্টের ব্যবধান তৈরি হয়।

স্বভাবতই এই ঘটনায় বেশ ক্ষিপ্ত ডায়মন্ডহারবার শিবির। ক্লাবের সহ সভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায় বলেন, “ব্যাপক নোংরামি শুরু করেছে আইএফএ। এইভাবে একদমই খেলা যায় না। এই মরশুমের জন্য আমরা নাম প্রত্যাহার করে নিচ্ছি। আগামী বছরেও আমরা কলকাতা লিগে খেলব কিনা, সেটা ভেবে দেখব।”

জানা গেছে, বুধবার রাতের মধ্যেই ক্লাবের তরফ থেকে চিঠি পাঠিয়ে দেওয়া হবে আইএফএ-র কাছে। কলকাতা লিগের পয়েন্ট টেবিল অনুযায়ী, একমাত্র ডায়মন্ডহারবারের পক্ষেই ইস্টবেঙ্গলকে টপকে যাওয়া সম্ভব ছিল। কিন্তু তারা নাম প্রত্যাহার করে নেওয়ার ফলে, ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়া প্রায় নিশ্চিত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today