নভেম্বরে মেসির নেতৃত্বে কেরলে আসছে দল, ঘোষণা আর্জেন্টিনার ফুটবল সংস্থার, সফরসূচিতে কলকাতাও?

Published : Aug 23, 2025, 05:50 PM IST

Lionel Messi: ২০১১ সালে কলকাতায় এসেছিলেন বিশ্ব ফুটবলের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। তিনি দ্বিতীয়বার ভারত সফরে আসছেন। আর্জেন্টিনার ফুটবল সংস্থা (Argentine Football Association) এ কথা নিশ্চিত করেছে।

PREV
16
নভেম্বরে দ্বিতীয়বার ভারত সফরে আসছেন লিওনেল মেসি, জানিয়ে দিল আর্জেন্টিনার ফুটবল সংস্থা

ফের ভারতে লিওনেল মেসি

বেশ কিছুদিন ধরেই লিওনেল মেসির দ্বিতীয়বার ভারত সফরে আসা নিয়ে আলোচনা চলছিল। কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান জানিয়েছিলেন, আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলতে আসবেন মেসি। শনিবার আর্জেন্টিনার ফুটবল সংস্থা ঘোষণা করেছে, নভেম্বরে কেরল সফরে আসছে জাতীয় দল। অধিনায়ক হিসেবে দলের সঙ্গে আসবেন মেসি। এই ঘোষণায় কেরলের ফুটবলপ্রেমীরা উৎসাহিত হয়ে উঠেছেন। 

DID YOU KNOW ?
কলকাতায় লিওনেল মেসি
২০১১ সালের সেপ্টেম্বরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলেছিলেন লিওনেল মেসি। তিনি ফের কলকাতায় আসতে পারেন।
26
নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে কেরলে আসছে আর্জেন্টিনা জাতীয় দল

কেরলে লিওনেল মেসি

আর্জেন্টিনার ফুটবল সংস্থা জানিয়েছে, নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখের মধ্যে কেরলে আসবে জাতীয় দল। কোন দলের বিরুদ্ধে লিওনেল মেসিরা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। কেরল সরকার বেশ কিছুদিন ধরেই মেসিকে নিয়ে আসার চেষ্টা করছে। স্পনসরশিপ নিয়ে জটিলতার জন্য মেসিদের কেরল সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শেষপর্যন্ত জানা গেল, নভেম্বরে আসছেন মেসিরা।

২০১১
২০১১ সালে প্রথমবার কলকাতায় এসেছিলেন লিওনেল মেসি
কিছুদিনের মধ্যেই দ্বিতীয়বার কলকাতা সফরে আসতে পারেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি।
36
বাংলার ফুটবলপ্রেমীদের পর এবার কেরলের মানুষও কাছ থেকে লিওনেল মেসিকে দেখার সুযোগ পাচ্ছেন

দ্বিতীয়বার ভারত সফরে লিওনেল মেসি

২০১১ সালে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে অধিনায়ক হিসেবে খেলেছিলেন লিওনেল মেসি। তিনি গোল না পেলেও, ১-০ জয় পেয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয়বার ভারত সফরে এসে কেরলে খেলবেন মেসি। এই ম্যাচে তিনি গোল পাবেন বলে আশায় কেরলের ফুটবলপ্রেমীরা।

46
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের খেলা দেখার সুযোগ পাচ্ছেন কেরলের ফুটবলপ্রেমীরা

কেরলে বিশ্বচ্যাম্পিয়ন দল

২০২২ সালে লিওনেল মেসির অধিনায়কত্বে এবং লিওনেল স্কালোনির কোচিংয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এবার কেরলে আসছে বিশ্বচ্যাম্পিয়ন দল। আর্জেন্টিনার ফুটবল সংস্থা জানিয়েছে, চলতি বছরে আর দু'টি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি খেলার কথা রয়েছে মেসিদের। এর মধ্যে প্রথম ম্যাচ হবে অক্টোবরের ৬ থেকে ১৪ তারিখের মধ্যে। এই ম্যাচ হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। এরপর নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখের মধ্যে দ্বিতীয় ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি হবে কেরলে। প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি।

56
কেরলে আসার আগেই দ্বিতীয়বার কলকাতা সফরে আসতে পারেন লিওনেল মেসি, চলছে জল্পনা

ফের কলকাতায় আসছেন মেসি

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, শুধু কেরলেই নয়, দেশের আরও একাধিক রাজ্য সফরে আসছেন লিওনেল মেসি। তিনি কলকাতা, আমেদাবাদ, মুম্বই ও নয়াদিল্লিতে আসছেন। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারেন মেসি। তিনি এর আগে যখন কলকাতায় এসেছিলেন, তখনও বিশ্বচ্যাম্পিয়ন হননি। এবার বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে কলকাতায় আসছেন মেসি।

66
ইন্টার মায়ামি দলের হয়ে কি কলকাতায় কোনও ম্যাচ খেলতে আসবেন লিওনেল মেসি?

কলকাতায় মেসির সঙ্গে সুয়ারেজ?

ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত শনিবার বিকেলে সোশ্যাল মিডিয়া পোস্টে লিওনেল মেসি, লুই সুয়ারেজের ছবি শেয়ার করে লিখেছেন, 'কী বলো কলকাতা, এটা কেমন হবে?' তাঁর এই পোস্টের পর জল্পনা শুরু হয়েছে, ইন্টার মায়ামি দলের সঙ্গেই কলকাতায় আসতে পারেন মেসি। সেটা হলে কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে বাড়তি পাওনা হবে।

Read more Photos on
click me!

Recommended Stories