
বিজেপি-র অস্ত্র ফুটবলপ্রেমীরা
রবিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা ডার্বি চলাকালীন ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, বাঙালি শরণার্থীদের অধিকার নিয়ে সরব হন। বাঙালি শরণার্থীদের রক্ষা করার জন্য সিএএ-কে সমর্থন করার দাবিতেও সরব হন ফুটবলপ্রেমীদের একাংশ। তাঁদের এই প্রতিবাদকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি।
ইস্টবেঙ্গল সমর্থকদের পোস্টারের ছবি শেয়ার বিজেপি-র
রবিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ এক পোস্টার তুলে ধরেন। সেই পোস্টারে লেখা ছিল, 'যাদের জন্য ছাড়লাম দেশ, তারাই পরেছে বাঙালির বেশ।' ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থা করার অভিযোগ নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। এর মধ্যে ইস্টবেঙ্গল সমর্থকদের এই পোস্টার বিজেপি-র রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে। এর আগে এনআরসি, বাংলা ভাষা নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের টিফোর বিরোধিতা করলেও, এবার তাঁদের সমর্থন করছে বিজেপি।
স্টেডিয়ামের বাইরেও পোস্টার
রবিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে রাস্তার মাঝখানে লোহার বেষ্টনীতে মোহনবাগান সমর্থকদের লাগানো এক ব্যানার দেখা যায়। এই ব্যানারে লেখা ছিল, 'প্রতিটি হিন্দু শরণার্থী আমার ভাই, অনুপ্রবেশকারীর এদেশে ঠাঁই নাই।' মোহনবাগান সমর্থকদের এই ব্যানারের ছবিও বিজেপি-র হাতিয়ার হয়ে উঠেছে। রাজ্য সরকার ও শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল।
ফুটবল মাঠে রাজনীতির প্রভাব
কয়েক বছর আগে সারা দেশ যখন এনআরসি ও সিএএ নিয়ে উত্তাল, তখন ইস্টবেঙ্গল সমর্থকরা টিফোর মাধ্যমে এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। গত বছর আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে বারবার সরব হয়েছেন কলকাতার ফুটবলপ্রেমীরা। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা একসঙ্গে বিক্ষোভ দেখিয়েছেন। এবার বাঙালি শরণার্থীদের নিয়েও দুই প্রধানের সমর্থকদের একাংশ একজোট।
ফুটবলপ্রেমীদের পাশে শুভেন্দু অধিকারী
বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবলপ্রেমীদের প্রতিবাদকে সমর্থন করে সোশ্যাল মিডিয়া পোস্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, 'হিন্দু শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলার ফুটবলপ্রেমীরা। তবে এই আবেগের প্রকাশকে বাধা দেওয়ার চেষ্টা করেছে পুলিশ ও প্রশাসন। সকাল থেকে টাঙানো সমর্থকদের বড় বড় টিফো, ব্যানার কেড়ে নিয়েছে মমতা পুলিশ। এটা স্পষ্ট কণ্ঠরোধ করার প্রয়াস, কিন্তু বাঙালিদের ঐক্য ও আবেগ কেউ দমাতে পারবে না, কোনওদিন পারেওনি।'
ইস্টবেঙ্গলের সাফল্য চাইছেন শুভেন্দু অধিকারী
বুধবার ডুরান্ড কাপ সেমি-ফাইনালে ডায়মন্ড হারবার এফসি-র মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। ডায়মন্ড হারবার এফসি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব হিসেবে পরিচিত। এই ম্যাচের আগে সোশ্যাল মিডিয়া পোস্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, 'ইস্টবেঙ্গল দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে। আশা করব টুর্নামেন্ট জিতে ট্রফি ঘরে তুলবে ক্লাব। অভিনন্দন লাল হলুদ ব্রিগেডকে, আরও বেশি অভিনন্দন গ্যালারিতে হিন্দু শরণার্থীদের প্রতি সমর্থনের মশাল জ্বালানোর জন্য।'