
সেমি-ফাইনালে ইস্টবেঙ্গল
বুধবার ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে ডুরান্ড কাপ সেমি-ফাইনাল খেলতে নামছে ইস্টবেঙ্গল। অস্কার ব্রুজোঁর কোচিংয়ে প্রথমবার কোনও টুর্নামেন্টের ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে ইস্টবেঙ্গল। কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে লাল-হলুদ ব্রিগেড। এবার ডায়মন্ড হারবারকে হারিয়ে ফাইনালে পৌঁছনো এবং চ্যাম্পিয়ন হওয়াই ইস্টবেঙ্গলের একমাত্র লক্ষ্য।
সেমি-ফাইনালের আগে সতর্ক ইস্টবেঙ্গল
ডুরান্ড কাপ সেমি-ফাইনাল প্রসঙ্গে ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ বলেছেন, 'আত্মতুষ্টির কোনও জায়গা নেই। আমরা ডায়মন্ড হারবার এফসি-কে সমীহ করছি। ওদের দলে একজন ভালো স্ট্রাইকার আছে। আইএসএল-এ খেলা কয়েকজন ফুটবলার আছে। ওদের কোচও অভিজ্ঞ। ফলে আমাদের সতর্ক থাকতে হবে।' বুধবার ফেভারিট হিসেবেই খেলতে নামছে ইস্টবেঙ্গল। সে কথা জানেন অস্কার। তবে দলে যাতে আত্মতুষ্টি না আসে, সে বিষয়ে সতর্ক ইস্টবেঙ্গলের প্রধান কোচ।
সবার মাথায় ঘুরছে কলকাতা ডার্বি
ময়দানের প্রাচীন প্রবাদ হল, কলকাতা ডার্বি জয়ের পরের ম্যাচ জেতে না ইস্টবেঙ্গল। যদিও সেই প্রবাদ অনেকবার ভুল প্রমাণিত হয়েছে। এবারও সেই প্রবাদ ভুল প্রমাণ করতে মরিয়া অস্কার ব্রুজোঁ। তবে ইস্টবেঙ্গলের প্রধান কোচ স্বীকার করেছেন, কলকাতা ডার্বি জয়ের রেশ কাটেনি। সাংবাদিক বৈঠকে অস্কার বলেছেন, 'আমি জানি কলকাতা ডার্বির পরের ম্যাচ কঠিন হয়। শারীরিক এবং মানসিকভাবে, এমনকী প্রাণশক্তির দিক থেকেও হয়তো আমরা একটু পিছিয়ে। আজ অনুশীলন শুরু করছি। ফুটবলারদের উপর চাপ তৈরি করতে পারব না। চাইব মোহনবাগান ম্যাচের মতো কাল ৯০ মিনিট খেলোয়াড়রা সেরাটা দিক।'
ট্রফি জয়ের লক্ষ্যে অস্কার
মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে জয়ই বেশিরভাগ ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে ট্রফি জয়ের সমান। তবে সবাই এবার ডুরান্ড কাপ জিততে চাইছেন। অস্কার ব্রুজোঁও ইস্টবেঙ্গলের হয়ে প্রথমবার কোনও ট্রফি জিততে চাইছেন। তিনি সেমি-ফাইনালের আগে বলেছেন, ‘কলকাতা ডার্বি জয়ের পর দলের পারফরম্যান্স গ্রাফ নীচে নামার একটা ঝুঁকি থেকে যায়। তবে আমরা সবদিক বিবেচনা করে, অঙ্ক কষে এগোচ্ছি। কলকাতা ডার্বি জয়ের পর টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।’
ইস্টবেঙ্গলকে এগিয়ে রাখছেন না অস্কার
ডুরান্ড কাপ সেমি-ফাইনালের আগে অস্কার ব্রুজোঁ বলেছেন, 'কলকাতা ডার্বি চ্যালেঞ্জিং ছিল। এই ম্যাচও কঠিন হবে। নিজেদের সেরা ভাবলে বা এগিয়ে রাখলে ভুল করব। সবসময় সেরা দল জেতে না। ওরা কাউন্টার অ্যাটাক কাজে লাগানোর চেষ্টা করবে। ওরা নতুন দল। তবে বলা যাবে না আমরা এগিয়ে থাকব। আমাদের কলকাতা ডার্বির হ্যাংওভার কাটিয়ে মাথা ঠাণ্ডা রেখে খেলতে হবে। নিজেদের ফেভারিট বলতে পারছি না। বিপক্ষ দলকে খাটো করে দেখা উচিত হবে না।'
ইস্টবেঙ্গলের নতুন তারকা বিপীন সিং
এবার মুম্বই সিটি এফসি ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন উইঙ্গার বিপীন সিং। চলতি ডুরান্ড কাপের প্রথম ম্যাচ থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন বিপীন। কলকাতা ডার্বিতেও দলকে ভরসা দিয়েছেন এই উইঙ্গার। এবার সেমি-ফাইনালে ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি বিপীন। তাঁর উপর ভরসা রাখছে লাল-হলুদ শিবির। দলের সবার ভরসা, সদস্য-সমর্থকদের ভালোবাসার যোগ্য মর্যাদা দিতে চান বিপীন।