Champions League Football: বায়ার্নের পরাজয় আর্সেনালের কাছে, ইন্টার মিলানকে হারাল অ্যাটলেটিকো

Published : Nov 27, 2025, 11:13 AM IST
Champions League Football: বায়ার্নের পরাজয় আর্সেনালের কাছে, ইন্টার মিলানকে হারাল অ্যাটলেটিকো

সংক্ষিপ্ত

Champions League Football: উয়েফা চ্যাম্পিয়নস লিগে, বায়ার্ন মিউনিখকে হারিয়ে দিয়েছে আর্সেনাল। অন্যদিকে, অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে চলতি মরশুমে প্রথমবারের জন্য হারের মুখ দেখল ইন্টার মিলান। 

Champions League Football: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে আর্সেনাল (champions league football)। চলতি মরশুমে ১৮টি ম্যাচে অপরাজিত থাকা বায়ার্নকে নিজেদের মাঠে রীতিমতো পর্যদুস্ত করেছে আর্সেনাল (Champions League match results)। 

নিজেদের মাঠে ভিটিনহার হ্যাটট্রিক

এই ম্যাচে আর্সেনালের হয়ে গোল করেন জুরিয়েন টিম্বার, ননি মাদুয়েক এবং মার্টিনেলি। বায়ার্নের হয়ে একমাত্র গোলটি করেন লেনার্ট কার্ল। অন্যদিকে, পিএসজি আবার টটেনহ্যাম হটস্পারকে ৫-৩ গোলে হারিয়ে দিয়েছে। নিজেদের মাঠে ভিটিনহার হ্যাটট্রিকের সুবাদে ফরাসি জায়ান্টরা জয়লাভ করে এই ম্যাচে। এটি ভিটিনহার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।

অপরদিকে, টানা তৃতীয় ম্যাচে বড় হারের মুখ দেখল লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের লড়াইতে এবার নিজেদের মাঠে পিএসভির কাছে ৪-১ গোলে পরাজিত হয়েছে তারা। ম্যাচের ৬ মিনিটেই, পেনাল্টি হজম করে বসে লিভারপুল। ভ্যান ডাইকের হ্যান্ডবলের জন্যই পেনাল্টির নির্দেশ দেন রেফারি। সেই পেনাল্টি থেকে গোল করে ডাচ ক্লাব দলকে এগিয়ে দেন ইভান পেরিসিচ। এই হারের ফলে, চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল তেরোতম স্থানে নেমে গেছে।

ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ

সেইসঙ্গে, গ্রিক চ্যাম্পিয়ন অলিম্পিয়াকোসের চ্যালেঞ্জ টপকে গেল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপের চার গোলের সুবাদে, ৪-৩ গোলের ব্যবধানে রুদ্ধশ্বাস জয় পেয়েছে মাদ্রিদ। এই জয়ের সঙ্গেই রিয়াল এবার চ্যাম্পিয়ন্স লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে। খেলার ৮ মিনিটেই, পিছিয়ে পড়ার পর, সেই এমবাপের হ্যাটট্রিকই রিয়ালকে শেষপর্যন্ত বাঁচায়। এখনও পর্যন্ত অপরাজিত থাকা ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

এই খেলায় নিজেদের মাঠে মাত্র ৯ মিনিটেই, জুলিয়ান আলভারেজের গোলে স্প্যানিশ দলটি এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে, জেলিনস্কির গোলে সমতা ফেরায় ইন্টার। এরপর ইনজুরি টাইমে, জোসে হিমেনেজের করা গোলে অ্যাটলেটিকো তাদের জয় নিশ্চিত করে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?
এআইএফএফ সুপার কাপ ২০২৫: পাঞ্জাব এফসি-কে ৩-১ উড়িয়ে ফাইনালে ইস্টবেঙ্গল