Mohun Bagan: মোলিনার বিদায়! মোহনবাগানের কোচের পদ থেকে ছাঁটাই স্প্যানিশ আইএসএল জয়ী কোচ

Published : Nov 26, 2025, 08:10 PM ISTUpdated : Nov 26, 2025, 10:56 PM IST
Jose Molina

সংক্ষিপ্ত

Mohun Bagan: ফের একবার সবুজ মেরুনের কোচের পদ থেকে ছাঁটাই এক স্প্যানিশ হেডস্যার। এবার কোপ পড়ল জোসে মোলিনার উপর।

Mohun Bagan: মোহনবাগানে কোচ ছাঁটাই। ফের একবার সবুজ মেরুনের কোচের পদ থেকে ছাঁটাই এক স্প্যানিশ হেডস্যার। এবার কোপ পড়ল জোসে মোলিনার উপর (mohun bagan news in bengali)। বুধবার, সরকারিভাবে সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানিয়ে দেওয়া হল (mohun bagan news today)। 

ছাঁটাই মোহনবাগান কোচ

প্রসঙ্গত, গত মরশুমে জোসে মোলিনাকে হেড কোচ হিসেবে নিয়োগ করে মোহনবাগান। তিনিই হলেন প্রথম কোচ, যিনি কলকাতার কোনও দলকে আইএসএল লিগ শিল্ড এবং আইএসএল ট্রফি একসঙ্গে জিতিয়েছেন। 

 

 

এরপর চলতি মরশুমের দলে যে বিরাট কোনও পরিবর্তন আসে, এমনটা নয়। কিছু বদল আসে, সেটা মোলিনা যেইরকম চেয়েছিলেন, সেইরকমই। কিন্তু চলতি মরশুমে, জোসে মোলিনার পারফরম্যান্স খুব একটা ভালো নয়। ডুরান্ড কাপের পর সুপার কাপেও ব্যর্থ হয়েছে মোহনবাগান। তার মধ্যে আবার ইস্টবেঙ্গলের কাছে দুবার ডার্বিতেও পরাজিত হয়েছে তারা। তবে হ্যাঁ, ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএফএ শিল্ডে জয় প্যেছে মোহনবাগান। 

সরকারি ঘোষণা মোহনবাগানের তরফে

কিন্তু তারপরেও দলের খেলা নিয়ে একাধিক সমালোচনা শুরু হয়ে যায়। এমনকি, ‘মোলিনা গো-ব্যাক’ স্লোগানও শোনা যায় সমর্থকদের মুখে। তাহলে কি ব্যর্থতার কারণেই সরিয়ে দেওয়া হল তাঁকে?

এখনও আইএসএল কবে শুরু হবে, জানা যায়নি। তার আগেই বুধবার সন্ধ্যায়, মোহনবাগান জানিয়ে দিল তাদের চূড়ান্ত সিদ্ধান্ত। ফের একবার সবুজ মেরুনের কোচের পদ থেকে ছাঁটাই স্প্যানিশ হেডস্যার। এবার কোপ পড়ল জোসে মোলিনার উপর। বুধবার, সরকারিভাবে সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হল সোশ্যাল মিডিয়াতে।

মোহনবাগানের তরফে জানানো হয়েছে, “মোহনবাগান সুপার জায়ান্ট জোসে মোলিনার সঙ্গে পারস্পরিক আলোচনার ভিত্তিতে চুক্তি বাতিল করছে। আমরা তাঁর ভবিষ্যৎ যাত্রায় সাফল্য কামনা করি।" 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?
এআইএফএফ সুপার কাপ ২০২৫: পাঞ্জাব এফসি-কে ৩-১ উড়িয়ে ফাইনালে ইস্টবেঙ্গল