Arsenal Player Transfer: বিশ্ব জুড়ে সরগরম দলবদলের বাজার! আর্সেনালে আসছেন নতুন স্ট্রাইকার?

Published : Jun 30, 2025, 12:19 AM IST
Arsenal Player Transfer: বিশ্ব জুড়ে সরগরম দলবদলের বাজার! আর্সেনালে আসছেন নতুন স্ট্রাইকার?

সংক্ষিপ্ত

Arsenal Player Transfer: বেঞ্জামিন সেসকো দীর্ঘদিন ধরে আর্সেনালের সঙ্গে যুক্ত রয়েছেন। কিন্তু জটিলতা যেন ক্রমশই বাড়ছে। 

Arsenal Player Transfer: আর্সেনালের চাই নতুন স্ট্রাইকার। প্রায় এক বছর ধরে চলছে সেই অনুসন্ধান। কারণ, জিততে হবে। একটি নাম ঘোরাফেরা করছিল, বেঞ্জামিন সেসকো। লেইপজিগ ফরোয়ার্ডকে গানারদের দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের প্রধান লক্ষ্য হিসেবে একটা সময় ভাবা হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি কিন্তু পুরো বদলে যেতে পারে। 

বিভিন্ন কারণে সেসকোর সঙ্গে চুক্তি আরও কঠিন হয়ে যেতে পারে বলে জানা গেছে। তার মধ্যে অন্যতম কারণ হল ফুটবলারটির স্যালারি অনেক বেশি। তবে আর্সেনাল কোনও শর্তেই রাহি হয়নি বলে শোনা যাচ্ছে। আলোচনার ক্রমবর্ধমান অনিশ্চয়তার সঙ্গেই এই বিষয়গুলিও কারণ হয়ে দাঁড়াতে পারে।

শোনা যাচ্ছে, জাইকেরেসের দিকে ঝুঁকতে পারে আর্সেনাল

সুইডিশ স্ট্রাইকার, বর্তমানে তিনি স্পোর্টিংয়ে রয়েছেন। আবার একটি শক্তিশালী বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে। সূত্রের খবর, আর্সেনাল এখন জাইকেরেসের জন্য তাদের বিড বাড়াতে প্রস্তুত রয়েছে। ফলে, চুক্তিটি সম্পন্ন হওয়ার দিকে এগোতেও পারে।

প্রাক-মরশুম প্রস্তুটি কয়েকদিনের মধ্যেই শুরু হবে এবং বলা চলে, সব দলই নিজেদের গোছাতে শুরু করেছে। সমর্থকরাও কিন্তু এবার হতাশ হয়ে পড়েছেন। কারণ, নতুন স্ট্রাইকারের অভাবকে গত মরশুমে প্রিমিয়ার লিগের শিরোপার দৌড় থেকে পিছিয়ে পড়ার মূল কারণ হিসেবে দেখা হয়েছিল। কিন্তু এবার ফিক্সচার দ্রুত চলে আসার সঙ্গেই, সমর্থকরা কিন্তু ভালো কিছুই আশা করছেন।

তবে জাইকেরেস সই করা সহজ নাও হতে পারে

সেসকো সম্প্রতি ইনস্টাগ্রামে আর্সেনালকে ফলো করার পরেও, অনিশ্চয়তা এখনও কাটছে না।  এটাও লক্ষণীয় যে, আর্সেনাল ইতিমধ্যেই অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে অগ্রগতি ঘটিয়েছে। তবে এই মুহুর্তে, সেসকো হোক বা জাইকেরেস, কাউকে একটা সই করাতেই হবে আর্সেনালকে। 

কিন্তু শেষপর্যন্ত, এক সই করবেন? সেটার উত্তর দেবে সময়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?