Indian Women Football Team: মহিলা ফুটবলে জয়ের ধারা অব্যাহত। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা নির্ধারণ পর্বের প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ১৩-০ গোলে হারিয়ে অভিযান শুরু করে ভারতের মেয়েরা। এদিন দ্বিতীয় ম্যাচেও সেই জয়ের ধারা অব্যাহত রাখলেন ব্লু-টাইগ্রেসরা।
এদিন ম্যাচে তিমুরের বিপক্ষে জোড়া গোল করেন মনীষা কল্যাণ। তাছাড়া আরও দু’টি গোল যথাক্রমে অঞ্জু তামাং এবং লিডা কম করেন ভারতের হয়ে। রবিবার ম্যাচ জয়ের পর মনীষা জানান, “আমি খুব খুশি। কারণ, আমরা ৩ পয়েন্ট পেয়েছি। পরবর্তী ম্যাচের আগে এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল গোটা দলের জন্য।”
আর এই জয়ের মাধ্যমে, ব্লু টাইগ্রেসরা দুটি ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-তে কার্যত, শীর্ষে উঠে গেলেন। ভারতের পরেই ঠিক রয়েছে ইরাক। এদিকে আবার একই সংখ্যক ম্যাচ খেলে তাদের পয়েন্টও কিন্তু ৪।
এদিকে বাছাই পর্বের খেলা শেষ হলে শুধু গ্রুপ বিজয়ীরাই আগামী বছর অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে। প্রসঙ্গত, ভারত মোট ৮ বার এএফসি মহিলা এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন করেছে। কিন্তু এই ম্যাচের আগে ভারতীয় কোচ ক্রিসপিন ছেত্রী বলেন, “তিমুর লেস্তে মঙ্গোলিয়ার থেকে অনেক বেশি সংগঠিত একটা দল। আমার মতে ইরাকের চেয়েও ওদের রক্ষণ অনেক বেশি ভালো জায়গায় আছে। তাই ওরা কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল বেশি খেলে এবং গতিও বেশ ভালোই।”
যদিও এদিনের খেলায় সেইভাবে নিজেদের মেলে ধরতে পারেনি বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৫৮ নম্বরে থাকা ফুটবল দল তিমুর লেস্তে। তাই থাইল্যান্ডের চিয়াং মাই স্টেডিয়ামে, তিমুর লেস্তেকে ৪-০ গোলে উড়িয়ে দিল ভারতীয় মহিলা ফুটবল দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।