PSG vs Inter Miami: প্রথমার্ধেই ৪ গোল, মেসিদের উড়িয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজি

Published : Jun 29, 2025, 11:43 PM ISTUpdated : Jun 29, 2025, 11:49 PM IST
PSG

সংক্ষিপ্ত

FIFA Club World Cup 2025: এবারের ক্লাব বিশ্বকাপের নক-আউট পর্যায়ের শুরু থেকেই দুর্দান্ত ম্যাচ দেখা যাচ্ছে। রবিবার তেমনই এক অসাধারণ ম্যাচ দেখা গেল। পিএসজি কেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) জিতেছে, তা বুঝিয়ে দিল।

PSG thrash Inter Miami: প্রথমার্ধেই চার গোল! বার্সেলোনায় (Barcelona) থাকাকালীন বায়ার্ন মিউনিখের (Bayern Munich) বিরুদ্ধে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) আট গোল হজম করেছিলেন লিওনেল মেসি (Lionel Messi), লুই সুয়ারেজরা (Luis Suárez), রবিবার পিএসজি-র (PSG) বিরুদ্ধে প্রথমার্ধের শেষে ইন্টার মায়ামি (Inter Miami) শিবিরে সেই আতঙ্ক তৈরি হয়েছিল। তবে দ্বিতীয়ার্ধে আর গোল না হওয়ায় মেসিদের লজ্জা বাড়ল না। আসলে প্রথমার্ধেই ম্যাচ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধে আর সেভাবে গোলের জন্য ঝাঁপায়নি। পুরনো দলের বিরুদ্ধে চার গোল হজম করে এবারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপ (FIFA Club World Cup 2025) থেকে বিদায় নিলেন মেসিরা। তিনি পুরনো দলকে জবাব তো দিতে পারলেনই না, উল্টে মাথা নিচু করে মাঠ ছাড়তে হল।

মার্কিন যুক্তরাষ্ট্রে দাপট পিএসজি-র

সদ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পিএসজি। সেই দলের বিরুদ্ধে ইন্টার মায়ামির লড়াই যথেষ্ট কঠিন ছিল। তবে আশা ছিল, মেসি হয়তো পুরনো দলের বিরুদ্ধে তেড়েফুঁড়ে খেলবেন। কিন্তু ম্যাচের শুরু থেকেই মেসির পুরনো দলের দাপট দেখা গেল। ৬ মিনিটেই প্রথম গোল করে পিএসজি-কে এগিয়ে দেন হোয়াও নেভেস (Joao Neves)। এক গোলে পিছিয়ে থাকা কোনও ব্যাপার না। যে কোনও সময়ই ম্যাচে ফেরা যায়। কিন্তু প্রথমার্ধের শেষ কয়েক মিনিটে পিএসজি যেভাবে আক্রমণের ঝড় তুলল, তখনই ম্যাচ শেষ হয়ে গেল। ৩৯ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন নেভেস। ৪৪ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন টমাস অ্যাভিলেস (Tomas Aviles)। প্রথমার্ধের সংযোজিত সময়ে চতুর্থ গোল করেন আশরফ হাকিমি (Achraf Hakimi)। এরপর আর ইন্টার মায়ামির ম্যাচে ফেরার আশা ছিল না।

কোয়ার্টার ফাইনালে পিএসজি

মেসিদের বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল পিএসজি। শনিবার সেমি-ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে পিএসজি-র প্রতিপক্ষ হতে চলেছে বায়ার্ন মিউনিখ ও ফ্ল্যামেঙ্গো (Flamengo) ম্যাচের বিজয়ী দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?