Asian Games 2023: ত্রাতা সেই সুনীল, এশিয়ান গেমসে পুরুষদের ফুটবলে বাংলাদেশকে হারাল ভারত

Published : Sep 21, 2023, 03:29 PM ISTUpdated : Sep 21, 2023, 04:04 PM IST
Indian Football Team

সংক্ষিপ্ত

এবারের এশিয়ান গেমসে পুরুষদের ফুটবলে ভারতীয় দলের প্রস্তুতির অভাব স্পষ্ট। প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে ৫ গোল হজম করার পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধেও ভালো পারফরম্যান্স দেখাতে পারল না ভারত।

এবারের এশিয়ান গেমসে পুরুষদের ফুটবলে প্রথম জয় পেল ভারত। বৃহস্পতিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১-০ হারিয়ে দিল ভারত। ম্যাচের একমাত্র গোল করলেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সুনীল। এই গোলই ভারতীয় দলের পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল। এদিন জয় পেলেও, খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি ভারত। একাধিক সুযোগও নষ্ট হয়। বারও বাধা হয়ে দাঁড়ায়। সেই কারণেই গোল পাওয়ার জন্য ৮৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হল। এদিন জয় না পেলে বিদায় নিতে হত ভারতীয় দলকে। তবে সুনীল পরের রাউন্ডে যাওয়ার আশা জিইয়ে রাখলেন।

প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে ১-৫ গোলে হেরে যায় ভারত। ফলে লালচুংনুঙ্গা, সন্দেশ ঝিঙ্গানরা এদিন যথেষ্ট চাপে ছিলেন। কার্যত অনুশীলন ছাড়াই এশিয়ান গেমসে পুরুষদের ফুটবলে খেলছে ভারতের পুরুষদের দল। বাংলাদেশের বিরুদ্ধেও প্রস্তুতির অভাব প্রকট হয়ে গেল। শুরু থেকেই চাপে ছিল ভারতীয় দল। বাংলাদেশকে পাল্টা চাপে ফেলা সম্ভব হচ্ছিল না। ৩ মিনিটেই ফ্রি-কিক পায় ভারত। কিন্তু চিনের বিরুদ্ধে যেভাবে আক্রমণে ফুটবলারের সংখ্যা বাড়াতে পারছিল না ভারত, বাংলাদেশের বিরুদ্ধেও একই ঘটনা দেখা যায়। তার ফলেই ফ্রি-কিক কাজে লাগানো সম্ভব হয়নি। ৭ মিনিটের মাথায় সুনীলের উদ্দেশ্যে বক্সে ক্রস করেন ব্রাইস মিরান্ডা। কিন্তু বাংলাদেশের ডিফেন্ডাররা সেই বল বিপদমুক্ত করে দেন। ৯ মিনিটে ভালো আক্রমণ গড়ে তোলেন রোহিত ও রাহুল কে পি। কিন্তু সেই আক্রমণও প্রতিহত করেন বাংলাদেশের ডিফেন্ডাররা। এরপর বাংলাদেশ পাল্টা আক্রমণ করতে থাকে। তবে সেই আক্রমণ কোনওমতে সামাল দেন সন্দেশ, লালচুংনুঙ্গারা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের লক্ষ্যে আক্রমণ করতে থাকে ভারত। ৪৭ মিনিটেই গোল পেতে পারত ভারত। কিন্তু রোহিতের ক্রস ফাঁকায় পেয়েও রাহুল ঠিকমতো হেড করতে পারেননি। ফলে ভালো আক্রমণ নষ্ট হয়। ৫০ মিনিটে রোহিতের কাছ থেকে বল পেয়ে সুনীলকে পাস দেওয়ার চেষ্টা করেন রাহুল। কিন্তু সেই বল সুনীলের কাছে পৌঁছয়নি। ৫৭ মিনিটে ভারতের রক্ষণের ভুলে গোল পেয়ে যাচ্ছিল বাংলাদেশ। তবে গোল করতে পারেননি রবিউল। ৬৪ মিনিটে ফ্রি-কিক থেকে স্যামুয়েল কিনশির শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর পেনাল্টি থেকে গোল করেন সুনীল। গ্রুপের শেষ ম্যাচে মায়ানমারের বিরুদ্ধে খেলবে ভারত।

আরও পড়ুন-

Asian Games 2023: এশিয়ান গেমসে রোয়িংয়ে পুরুষদের ডাবলস স্কালস, লাইটওয়েটের ফাইনালে ভারত

Asian Games 2023: বৃষ্টিভেজা ম্যাচ জিতে সেমিফাইনালে স্মৃতি-রিচারা

Viral Video : সুযোগ-সুবিধা ছাড়াই অসামান্য পোলভল্ট, সাফল্যের লক্ষ্যে অ্যাথলিট

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?