Lionel Messi: চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন মেসি, দেখুন ভিডিও..

Published : Sep 21, 2023, 01:09 PM ISTUpdated : Sep 21, 2023, 01:11 PM IST
Messi

সংক্ষিপ্ত

মাত্র ৩৭ মিনিট মাঠে থাকলেও ২টি সুযোগ তৈরি করেন মেসি। ৩৩ মিনিটের মাথায় টরন্টোর বক্সের কাছাকাছি একটি বল নিয়ে ঢুকে পড়েছিলেন। কিন্তু আচমকাই থেমে যান। তখনই বোঝা গিয়েছিল কোনও একটা সমস্যা হচ্ছে।

লিগে ধুঁকতে থাকা একটা দলে লিওনেল মেসি এলে কী হতে পারে সেটা দেখতে হলে ইন্টার মায়ামিকে দেখতে হয়। লাস্ট বয় থেকে এখন শীর্ষ স্থানের লড়াইয়ে পৌঁছে দিয়েছেন মায়ামিকে। টরন্টোর বিরুদ্ধে মাত্র ৩৭ মিনিট মাঠে ছিলেন মেসি। তার পরই তুলে নিতে হয় তাঁকে। চোট নিয়ে চিন্তায় রয়েছেন দলের কোচ তাতা মার্তিনো।

কী ধরনের চোট পেয়েছেন তা নিয়ে সবিস্তারে জানা না গেলেও কোচ মার্তিনোর দাবি, পুরনো চোটেই ভুগছেন মেসি। পরের বুধবার হিউস্টনের বিরুদ্ধে ইউএস ওপেন কাপ ফাইনাল খেলা নিয়েও সংশয় তৈরি হয়েছে। মেসির চোট থাকতে পারে তা নিয়ে জল্পনা আগেও ছিল। কারণ বলিভিয়া ম্যাচে মেসিকে দেখা যায়নি। দেশের জার্সি ছেড়ে ক্লাবে ফেরার পর আটলান্টা ম্যাচেও খেলেননি তিনি। সেই ম্যাচে ৫-২ গোলে বিশ্রী ভাবে হারে মায়ামি। তবে এই ম্যাচে টরন্টোকে ৪-০ গোলে হারিয়েছে মায়ামি।

 

 

মাত্র ৩৭ মিনিট মাঠে থাকলেও ২টি সুযোগ তৈরি করেন মেসি। ৩৩ মিনিটের মাথায় টরন্টোর বক্সের কাছাকাছি একটি বল নিয়ে ঢুকে পড়েছিলেন। কিন্তু আচমকাই থেমে যান। তখনই বোঝা গিয়েছিল কোনও একটা সমস্যা হচ্ছে। চার মিনিট পরে কোচ তুলে নিতেই ব্যাপারটি পরিষ্কার হয়। রিজার্ভ বেঞ্চে প্রথমার্ধ কাটানোর পর সাজঘরে চলে যান মেসি। আর ফেরেননি বেঞ্চে।

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে মার্তিনো বলেন, 'রবিবারের ম্যাচে ও খেলছে না এটা নিশ্চিত। তার পরে আমাদের একটা ফাইনাল রয়েছে ঠিকই। কিন্তু মেসি সুস্থ না হলে ওকে খেলাব না। জাতীয় দলে থাকার সময় যে স্ক্যান করা হয়েছিল সেখানে চোট ছিল না। তবু মেসিকে রক্ষা করতেই খেলানোর ঝুঁকি নিইনি। পেশির চোট নয়। আমার মনে হয় পুরনো কোনও চোটই বেড়েছে।'

PREV
click me!

Recommended Stories

সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৫: করাচি সিটির বিরুদ্ধে জয়, দেশের মান রাখল ইস্টবেঙ্গল
Lionel Messi: ভারতে আসছেন মেসি! দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও, 'গোট ট্যুর'-এর সম্পূর্ণ সূচি