Mohun Bagan: পাঞ্জাব এফসি ম্যাচের আগে বেজায় চাপে মোহনবাগান! খারাপ খবর সবুজ মেরুনের জন্য

খারাপ খবর সবুজ মেরুন সমর্থকদের জন্য। 

ফলে, বেশ কয়েকদিন হল তিনি মাঠের বাইরে। ইতিমধ্যেই গোয়ায় দলের সঙ্গে গেলেও, পুরোপুরি সুস্থ না হওয়ার জেরে গ্রেগকে মাঠে নামাতে পারেননি কোচ জোসে মোলিনা। এমনকি, গোয়াতে গিয়েও দলের সঙ্গে শুধুমাত্র রিহ্যাব করতে হয়েছে তাঁকে।

আর এবার দলের আরেক অ্যাটাকিং মিডিও দিমিত্রি পেত্রাতোসকে নিয়েও চিন্তা বাড়ল মোহনবাগান টিম ম্যানেজমেন্টের। এফসি গোয়া ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন দিমিত্রি। জানা গেছে, ডান পায়ে চোট লেগেছে তাঁর।

Latest Videos

শনিবার, কলকাতায় অনুশীলনে ছুটি দিয়েছিলেন দলের হেডস্যার। এদিকে রবিবার, অনুশীলনে দল নামলেও মাঠে এসেও অনুশীলন করেননি দিমিত্রি পেত্রাতোস। এরপর তাঁর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। সেই রিপোর্ট দেখলে বোঝা যাবে, ঠিক কতদিন তিনি মাঠের বাইরে থাকবেন।

শুধু তাই নয়, সোমবারও মাঠের বাইরে ছিলেন তিনি। তাই চোটের যা অবস্থা, তাতে পরবর্তী ম্যাচে কার্যত, অনিশ্চিত হয়ে পড়েছেন দিমিত্রি। মোহনবাগানের পরবর্তী ম্যাচ রয়েছে বৃহস্পতিবার। পাঞ্জাব এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে যথেষ্ট কঠিন লড়াই অপেক্ষা করে আছে মোহনবাগানের জন্য।

তবে এতদিন গ্রেগ স্টেওয়ার্টের না থাকায় তাঁর পরিবর্ত হিসেবে মাঝমাঠের গুরুদায়িত্ব সামলাচ্ছিলেন দলের অন্যতম সেরা ফুটবলার দিমিত্রি। এমন নয় যে, গ্রেগের চোট সেরে গেছে। কিন্তু তা নয়, এখনও গ্রেগ চোটের কবলে রয়েছেন।

আর এবার পেত্রাতোসও চোট পেলেন। এমন পরিস্থিতিতে কাকে নামাবেন মাঠে? রবিবার অবশ্য অনুশীলনে ফিজিওর কাছে অনুশীলন করেন গ্রেগ। এরপরদিন সোমবারও, দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি। ওদিকে আবার শুভাশিসের কপালের পাশে চোট লাগায় মাস্ক পরে প্র্যাকটিস করেন এই বঙ্গ ডিফেন্ডার।

তবে গোয়ার আকছে হারলেও, এখনও লিগ টেবিলের শীর্ষেই রয়েছে মোহনবাগান। তবে দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসির সঙ্গে পয়েন্টের ব্যবধান আপাতত দুই। এদিকে আবার মোহনবাগানের বিরুদ্ধে জয়ের সুবাদে এফসি গোয়াও উঠে এসেছে তৃতীয় স্থানে। ফলে, নিঃসন্দেহে লড়াই জমে উঠেছে। কিন্তু হটাৎই চাপ বাড়িয়েছে পেত্রাতোসের চোট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র