লক্ষ্য হায়দরাবাদ ম্যাচ, 'গোলের সুযোগ নষ্ট করা চলবে না,' একমত ক্লেইটন-দিমি

চোট সারিয়ে মাঠে ফিরে গোল পেয়েছেন ইস্টবেঙ্গলের গ্রিক স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামান্তাকস। গোল না পেলেও, ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা। ভালো পারফরম্যান্স বজায় রাখাই তাঁদের লক্ষ্য।

পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে প্রথমার্ধে ০-২ পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ৪ গোল করে জয়। জামশেদপুর এফসি-র বিরুদ্ধে দাপট দেখিয়ে জয়। ওড়িশা এফসি-র বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে ফের ছন্দে ইস্টবেঙ্গল। চোটের জন্য মাঠের বাইরে দলের অন্যতম সেরা দুই ফুটবলার সল ক্রেসপো ও মাদিহ তালাল। কিন্তু তাঁদের অভাব বুঝতে দিচ্ছেন না ক্লেইটন সিলভা। চলতি আইএসএল-এ এখনও পর্যন্ত গোল পাননি এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। কিন্তু তিনি যে পারফরম্যান্স দেখাচ্ছেন তা অসাধারণ। সতীর্থদের বল বাড়াচ্ছেন, গোল করতে সাহায্য করছেন ক্লেইটন। লাল-হলুদের অপর এক স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামান্তাকসও ছন্দে। চোট সারিয়ে ফিরে গোল করে দলকে জিতিয়েছেন দিমি। ভালো পারফরম্যান্স বজায় রাখাই ক্লেইটন ও দিমির লক্ষ্য। প্রধান কোচ অস্কার ব্রুজোঁ যেভাবে দলকে পরিচালনা করছেন, তাতে আরও জয় আসবে বলে আশাবাদী লাল-হলুদ শিবির। সবার এখন লক্ষ্য হায়দরাবাদ এফসি ম্যাচ।

দিমির প্রশংসায় ক্লেইটন

Latest Videos

হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ম্যাচের আগে ক্লেইটন বলেছেন, ‘আমরা ভালো পারফরম্যান্স দেখিয়ে তিন পয়েন্ট পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা অনেক সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারিনি এবং ব্যবধান বাড়াতে পারিনি। তবে দিমির গোল আমাদের তিন পয়েন্ট এনে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। দলের সবাই সেরাটা দিয়েছে। দলগত পারফরম্যান্সেই জয় পেয়েছি। আমাদের ভালো পারফরম্যান্স বজায় রাখতে হবে।’

ক্লেইটনের সঙ্গে একমত দিমি

লাল-হলুদের দিমি বলেছেন, ‘আমরা অনেক সুযোগ তৈরি করেছি। ক্লেইটন যেমন বলল, আমাদের সুযোগ কাজে লাগাতে হবে। দিনের শেষে দলের সবার চেষ্টাতেই জয় এসেছে। এভাবে গোল হজম না করে জয় পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রতিটি ম্যাচ ধরে এগোচ্ছি। এরপর হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ নিয়েই আমরা ভাবছি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'রাখে বিষ্ণু মারে কে?' ইস্পাতের মতো ধারালো পারফরম্যান্সে জামশেদপুর বধ ইস্টবেঙ্গলের

মারাত্মক চোট পেয়ে বাকি মরসুমের জন্য ছিটকে গেলেন তারকা মিডফিল্ডার! উদ্বেগে লাল-হলুদ শিবির

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, প্রতিবাদে গর্জে উঠল ইস্টবেঙ্গল গ্যালারি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
কেউ পেয়েছে ২০০, কেউ ৫০! মালদায় গাছ থেকে টাকার বৃষ্টি! ব্যাপারটা কি | Malda News Today
'যারা মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পড়িয়েছে তাদের অবস্থা ভয়াবহ হবে' মন্তব্য সুজনের | Bangladesh
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar