'বাংলাদেশের হিন্দু পরিবারগুলির সুরক্ষা, শ্রদ্ধা, সমানাধিকার প্রাপ্য,' সরব সৌভিক চক্রবর্তী

Published : Dec 24, 2025, 01:12 AM IST
Brother of Hindu Worker Lynched In Bangladesh Recounts Horror 'Not Even Animals Are Treated This Way'

সংক্ষিপ্ত

Bangladesh Violence: বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর নির্যাতন চলছে। বাংলাদেশ সরকার ধর্মীয় কারণে সংখ্যালঘুদের উপর নির্যাতনের কথা অস্বীকার করলেও, সত্যিটা আড়াল করা যাচ্ছে না। সারা বিশ্ব বাংলাদেশে মৌলবাদীদের দৌরাত্ম্য দেখতে পাচ্ছে।

DID YOU KNOW ?
বিচার পাবে দীপুর পরিবার?
বাংলাদেশের ময়মনসিংহে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে দীপু চন্দ্র দাশকে নৃশংসভাবে মারধর করার পর পুড়িয়ে খুন করা হয়েছে। বিচার পাওয়ার অপেক্ষায় পরিবার।

Bangladeshi Hindu Families: বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে প্রকাশ্যে সরব হন। আইএসএল (Indian Super League) নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার পরেও ভারতীয় ফুটবলের সমস্যা নিয়ে সরব হয়েছিলেন। এবার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন নিয়েও সরব হলেন সৌভিক চক্রবর্তী। তাঁর ক্লাব ইস্টবেঙ্গলের (East Bengal Club) কর্তারা এ বিষয়ে প্রকাশ্যে মুখ না খুললেও, এই মিডফিল্ডার সরাসরি নিজের মত প্রকাশ করলেন। তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, ‘বাংলাদেশের হিন্দু পরিবারগুলির সুরক্ষা, শ্রদ্ধা ও সমানাধিকার প্রাপ্য। কারও প্রার্থনা করতে, বেঁচে থাকতে বা কথা বলতে ভয় পাওয়া উচিত নয়। সবাই এগিয়ে আসুন, সত্যিটা তুলে ধরুন এবং সত্যিকারের নিরাপত্তার দাবি জানান। ন্যায়বিচার নীরব আছে দেখে আঘাত পাচ্ছি। এখন না হলে আর কখনও হবে না।’

হিন্দুশূন্য হয়ে যাবে বাংলাদেশ?

শেখ হাসিনা (Sheikh Hasina) ক্ষমতায় থাকাকালীনই বাংলাদেশে হিন্দুদের উপর অনেকবার অত্যাচার চালানো হয়েছে। জোর করে হিন্দুদের বাড়ি-জমি দখল করে নেওয়া, হিন্দুদের জোর করে ধর্মান্তরিত করা, হিন্দু মেয়েদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালানো বা জোর করে বিয়ে করা, ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগ করে হিন্দু যুবকদের মারধরের মতো মারাত্মক অভিযোগ উঠেছে। মৌলবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন হাসিনা। ২০২১ সালে দুর্গাপুজোর সময় বাংলাদেশে মুসলিমদের ধর্মগ্রন্থের অবমাননার সাজানো অভিযোগ ঘিরে হিন্দুদের উপর যে অত্যাচার চালানো হয়েছিল, তা থামানোর জন্য ব্যবস্থা নেননি হাসিনা। তিনি ক্ষমতা হারানোর পর থেকে বাংলাদেশে হিন্দুদের ন্যূনতম নিরাপত্তা নেই। আওয়ামি লিগের (Awami League) নেতা-কর্মীরা কয়েক বছর আগে বলতেন, হাসিনা ক্ষমতা হারালে বাংলাদেশ হিন্দুশূন্য হয়ে যাবে। এখন যা পরিস্থিতি, তাতে ঠিক সেটাই হতে চলেছে।

বাংলাদেশে কোনও অধিকার নেই হিন্দুদের!

বাংলাদেশে এখন মৌলবাদীরাই সবচেয়ে প্রভাবশালী হয়ে উঠেছে। পুলিশ-প্রশাসন তাদের কথাতেই চলছে। অবাধে হিন্দুদের উপর অত্যাচার চালানো হচ্ছে। দীপু চন্দ্র দাশের (Dipu Chandra Das) নৃশংস হত্যাকাণ্ডই তার প্রমাণ। এই ধরনের ঘটনা আরও ঘটে চলেছে। কোনও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৬
২০২৬ সালে সাধারণ নির্বাচনের আগে হিন্দুদের উপর নির্যাতন।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশে হিন্দুদের উপর যথেচ্ছ নির্যাতন চালানো হচ্ছে।
Read more Articles on
click me!

Recommended Stories

মায়ামিতে গাড়ি দুর্ঘটনায় জখম লিওনেল মেসির বোন, স্থগিত হয়ে গেল বিয়ে
FIFA Rankings: বছর শেষে ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে স্পেন, বাকিদের অবস্থান কোথায়?