FIFA Rankings: বছর শেষে ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে স্পেন, বাকিদের অবস্থান কোথায়?

Published : Dec 23, 2025, 02:43 PM IST
FIFA Rankings: বছর শেষে ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে স্পেন, বাকিদের অবস্থান কোথায়?

সংক্ষিপ্ত

FIFA Rankings: আসন্ন ২০২৬ সালে, ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক দেশ হল আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। 

FIFA Rankings: চলতি বছরের শেষ ফিফা র‍্যাঙ্কিংয়েও স্পেন শীর্ষে রয়েছে। তারা এক নম্বর স্থান ধরে রাখতে পেরেছে (FIFA Men's World Ranking)। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে দ্বিতীয় স্থানে। আরব কাপ জেতা মরক্কো আবার একাদশ স্থানে উঠে এসেছে (Spain football team top rank)। 

স্পেন এক নম্বর র‍্যাঙ্কিং-এ

অন্যদিকে, ইউরো কাপ চ্যাম্পিয়ন স্পেন এক নম্বর র‍্যাঙ্কিং-এ থেকেই বিশ্বকাপ জেতার জন্য ঝাঁপাবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেনের ঠিক পিছনে, দ্বিতীয় স্থানে রয়েছে। কোপা আমেরিকা জিতে আসা মেসি এবং তাঁর দল আগামী বছরের শুরুতেই ফাইনালিসিমাতে স্পেনের মুখোমুখি হতে চলেছে। অর্থাৎ, বহু প্রতীক্ষিত মেসি-ইয়ামাল দ্বৈরথ দেখতে পাবেন।

অপরদিকে, ফ্রান্স, ইংল্যান্ড এবং ব্রাজিল, প্রথম পাঁচটি স্থানে থাকা দল। আসন্ন ২০২৬ সালে, ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক দেশ হল আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। আমেরিকা আছে ১৪ নম্বরে, মেক্সিকো ১৫ নম্বরে এবং কানাডা ২৭তম স্থানে রয়েছে।

এছাড়া আরব কাপ জেতা মরক্কো একাদশ স্থানে রয়েছে। জর্ডন, ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের মতো দেশগুলিও র‍্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়েছে। এদিকে ৮০তম র‍্যাঙ্কে থাকা কসোভো চলতি বছর সবচেয়ে চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছে। 

কসোভো মোট ৮৯ পয়েন্ট অর্জন করেছে। পাশাপাশি আরও ১২টি দেশ এই বছর তাদের পারফরম্যান্সে যথেষ্ট উন্নতি ঘটিয়েছে। 

ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি

ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারত ১৪২তম স্থানেই রয়েছে। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের খেলায় ভারত একটিও ম্যাচ জিততে পারেনি। গত ২০১৫ সালের ১৭৩তম র‍্যাঙ্ক ভারতীয় ফুটবল দলের সবচেয়ে খারাপ পারফরম্যান্স। শুধু ভারতীয় দলই নয়, দেশের ফুটবলই এই  মুহূর্তে সংকটের মধ্যে রয়েছে। 

এই সবকিছুর মাঝেই এবার ফিফা র‍্যাঙ্কিং সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, শীর্ষে রয়েছে স্পেন। তারা এক নম্বর স্থান ধরে রাখতে পেরেছে। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে দ্বিতীয় স্থানে। আরব কাপ জেতা মরক্কো আবার একাদশ স্থানে উঠে এসেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Messi in Kolkata: সিবিআই তদন্ত নয়! সাফ জানিয়ে দিল হাইকোর্ট, রাজ্যের তৈরি সিটের উপরেই ভরসা আদালতের
FC Barcelona vs Villarreal CF: ভিলারিয়ালকে ২-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা, জয় এনে দিলেন ইয়ামাল-র‍্যাফিনহা জুটি