Barcelona vs Oviedo: সাইড ভলিতে দুরন্ত গোল করলেন ইয়ামাল, আবারও লা লিগার শীর্ষে বার্সেলোনা

Published : Jan 26, 2026, 02:17 PM ISTUpdated : Jan 26, 2026, 02:26 PM IST
Barcelona vs Oviedo

সংক্ষিপ্ত

Barcelona vs Oviedo: ঘরের মাঠে ওভিয়েডোকে ৩-০ গোলে পরাজিত করে অনবদ্য জয় হাসিল করল বার্সেলোনা (fc barcelona vs real oviedo)। 

Barcelona vs Oviedo: দুরন্ত জয় বার্সেলোনার। ঘরের মাঠে ওভিয়েডোকে ৩-০ গোলে পরাজিত করে অনবদ্য জয় হাসিল করল বার্সেলোনা (fc barcelona vs real oviedo)। লা লিগার অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার রাতে, মুখোমুখি হয় বার্সেলোনা বনাম ওভিয়েডো। আর সেই এল ম্যাচেই এল বড় জয় এবং সাইড ভলিতে চোখধাঁধানো গোল করলেন ম্যাজিক বয় লামিনে ইয়ামাল (barca vs oviedo)। 

৩-০ গোলে দুরন্ত জয় বার্সেলোনার

আর এই জয়ের সুবাদেই, মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রিয়াল মাদ্রিদকে টপকে আবারও লা লিগার শীর্ষে পৌঁছে গেল বার্সেলোনা। ৩-০ গোলে রিয়াল ওভিয়েডোকে হারিয়ে দিয়েছে তারা। প্রসঙ্গত, ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে ওঠে রিয়াল। দিনটা ছিল শনিবার। আর তার ঠিক একদিন পরে, অর্থাৎ রবিবার দুর্বল ওভিয়েডোর বিরুদ্ধে বার্সার জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি। 

এমনিতেই পয়েন্ট তালিকায় একেবারে নিচে রয়েছে রিয়াল ওভিয়েডো। চলতি মরশুমে, মাত্র দু’টি ম্যাচে জয় পেয়েছে তারা। ফলে, এই দলের বিরুদ্ধে বার্সার জয় শুধুই সময়ের অপেক্ষা ছিল। আর সেটাই করে দেখাল বার্সেলোনা। 

 

 

তবে প্রথমার্ধে কোনও গোল আসেনি। কিন্তু দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে দেয় বার্সেলোনা। উইং এবং মাঝমাঠ থেকে উঠতে শুরু করে বার্সা ঝড়। একের পর এক অ্যাটাকে তখন কার্যত, দিশেহারা হয়ে গেছেন ওভিয়েডো ডিফেন্ডাররা। আর তার ফল মেলে হাতেনাতে। 

লা লিগার শীর্ষে পৌঁছে গেল বার্সেলোনা

ম্যাচের ৫২ মিনিটে, ইয়ামাল এবং র‍্যাফিনহার কাছ থেকে বক্সের মধ্যে বল পান ড্যানি অলমো। সেখান থেকেই গোল করে যান এই তারকা ফুটবলার এবং বার্সা খেলায় লিড নেয় ১-০ ব্যবধানে। এরপরেও অনেক নাটক বাকি ছিল। এরপর ৫৭ মিনিটের মাথায়, আবার গোল। 

এক্ষেত্রে বার্সাকে আরও এগিয়ে দেন র‍্যাফিনহা।  কিন্তু দুরন্ত গোল যে তখনও বাকি। ম্যাচের ৭৩ মিনিটে, সাইড ভলিতে চোখধাঁধানো গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করলেন তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। ড্যানি অলমোর ক্রস থেকে আসা বলে, সাইড ভলিতে অসধারণ গোল করেন ইয়ামাল। 

তাঁর বাঁ-পায়ের জোরালো শট বুলেটের মতো গতিতে গিয়ে সোজা আলে জড়িয়ে যায়। সেইসঙ্গে, বার্সেলোনা এগিয়ে ৩-০ ব্যবধানে। তারপর এই ম্যাচে আর কোনও গোল হয়নি। শেষপর্যন্ত, রিয়াল ওভিয়েডোকে ৩-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে পৌঁছে গেল বার্সেলোনা। আপাতত ২১ ম্যাচ খেলে বার্সার সংগ্রহে ৫২ পয়েন্ট। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ISL 2026: ভালোবাসার দিনেই শুরু ফুটবলের উদযাপন! ১৪ ফেব্রুয়ারি মাঠে নামছে মোহনবাগান, ৩ মে কলকাতা ডার্বি
'মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফুটবল ২০২৬ বয়কট করুন', আহ্বান প্রাক্তন ফিফা প্রেসিডেন্টের