Man Utd vs Arsenal: প্রিমিয়ার লিগের অন্যতম গুরুত্বপূর্ণ তথা হাইভোল্টেজ ম্যাচে রবিবার, লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্সেনাল বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেই ম্যাচেই, ৩-২ গোলে দাপুটে জয় ছিনিয়ে নিল ম্যান ইউ (manchester united vs arsenal score)।
শুরু থেকেই জমে ওঠে এই হাইভোল্টেজ ম্যাচ। লড়াই শুরু হয় শেয়ানে শেয়ানে (arsenal f.c. vs manchester united)। তবে ঘরের মাঠে চাপ বাড়াতে শুরু করে আর্সেনাল। ম্যাচের ৯ মিনিটে, বুকায়ো সাকার কর্নার থেকে নেওয়া শট ম্যান ইউ ডিফেন্ডাররা প্রতিহত করলেও দূরপাল্লার শট নেন ট্রসার্ড। কিন্তু এক্ষেত্রে গোল আসেনি। অন্যদিকে, আর্সেনাল সেন্টার-ব্যাক গ্যাব্রিয়েলের প্রশংসা করতেই হয়। যথেষ্ট ভালো ফুটবল উপহার দেন তিনি এই ম্যাচে।
উল্টোদিকে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ডিফেন্ডার মার্টিনেজও বেশ কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে আর্সেনাল। ম্যাচের ১৮ মিনিটে, ফ্রিকিক থেকে আসা বলে জুবিমেন্ডির হেড দুরন্ত সেভ করেন ম্যাঞ্চেস্টার গোলকিপার ল্যামেন্স। নাহলে তখনই এগিয়ে যেতে পারত আর্সেনাল। কিন্তু যেভাবে তারা মাঝমাঠের দখল নিজেদের দিকে রেখেছিল, তাতে ইউনাইটেড ফুটবলাররা রীতিমতো চাপে পড়ে যান।
আর সেই সুবাদেই খেলার ২৯ মিনিটে, গোল পেয়ে যায় আর্সেনাল। আত্মঘাতী গোল করেন বসেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ফুটবলার লিসান্দ্রো মার্টিনেজ। ম্যাচের ফলাফল তখন ১-০। তবে ঘরের মাঠে আর্সেনাল দাপট দেখালেও, হাল ছাড়েনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তারাও পাল্টা অ্যাটাক তুলে আনার চেষ্টা করে। ধীরে ধীরে ম্যাচের দখল নিতে শুরু করেন ব্রুনো ফার্নান্ডেজ, ক্যাসেমিরো এবং ডরগুরা।
আর সেই সূত্রেই এরপর গোল পেয়ে যায় ম্যান ইউ। ম্যাচের ৩৭ মিনিটে, ব্রায়ান এমবিউমোর গোলে সমতা ফেরায় ইউনাইটেড। এরপর আর কোনও গোল হয়নি। প্রথমার্ধ শেষ হয় ১-১ ফলাফল নিয়ে।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই আক্রমণে ঝড় তোলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। খেলার ৬০ মিনিটে, দূরপাল্লার শটে গোল করে যান প্যাট্রিক ডরগু। ম্যাচে তখন লিড নিয়েছে ইউনাইটেড। কিন্তু সবাই যখন হাল ছেড়ে দিয়েছে, আর হয়ত গোল আসবে না। ঠিক তখনই মিকেল মেরিনোর ম্যাজিক। ৮৪ মিনিটে, তিনি গোল করে আর্সেনালকে লড়াইতে ফিরিয়ে আনেন। খেলার ফলাফল তখন ২-২।
কিন্তু নাটকের তখনও অনেকটা বাকি। যে আর্সেনাল একটা সময়, এগিয়ে থেকে শুরু করেছিল, তারাই শেষপর্যন্ত পিছিয়ে পড়ল। ম্যাচ তখন একেবারে শেষদিকে, আবার ম্যান ইউ ঝড়। এবার জ্বলে উঠলেন পরিবর্ত হিসেবে মাঠে নামা ম্যাথিউজ কুনহা।
দূরপাল্লার শটে গোল করে তিনি রেড ডেভিলদের এগিয়ে দেন ৩-২ ব্যবধানে। শেষপর্যন্ত, আর্সেনালকে ৩-২ গোলে হারিয়ে এই হাইভোল্টেজ ম্যাচ জিতে নিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। নিঃসন্দেহে দুর্দান্ত ফুটবল উপভোগ করলেন দর্শকরা। রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় হাসিল করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।